5G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এই শহরেও বিনামূল্যে পাওয়া যাবে Airtel 5G পরিষেবা

এয়ারটেল (Airtel) আজ সোমবার আরও একটি নতুন শহর, গুয়াহাটিতে তাদের ৫জি প্লাস (5G Plus) পরিষেবা চালু করল। সম্প্রতি সংস্থাটি গুরুগ্রামেও তাদের এই উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা রোল আউট করেছিল। আশা করা যায়, প্রতিশ্রুতি মতো Airtel ধীরে ধীরে অন্যান্য শহরগুলিতেও ৫জি প্লাস পরিষেবা লাইভ করবে। উল্লেখ্য, গুয়াহাটি ছাড়াও দেশের আরও ১৩টি শহরে Airtel 5G Plus পরিষেবা উপলব্ধ। এদিকে সম্প্রতি রিলায়েন্স জিও -ও বেঙ্গালুরু ও হায়দরাবাদে Jio True 5G পরিষেবা চালু করেছে।

গুয়াহাটির এই জায়গাগুলিতে 5G পরিষেবা পাওয়া যাবে

এয়ারটেলের ৫জি পরিষেবা বর্তমানে জিএস রোড, গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ), দিসপুর কলেজ, খ্রিস্টান বস্তি, গণেশগুড়ি, শ্রী নগর, উলুবাড়ি, চিড়িয়াখানা রোড, লাচিত নগর, বেলতলা, ভাঙ্গগড় এবং গুয়াহাটির আরও কয়েকটি নির্বাচিত স্থানে চালু করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে শীঘ্রই শহর জুড়ে তাদের উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রসারিত করা হবে।

দেশের এই শহরগুলিতে Airtel 5G Plus পরিষেবা পাওয়া যাবে

গুয়াহাটির পাশাপাশি দেশের ১৩টি শহরে এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা লঞ্চ হয়েছে। এই শহরগুলি হল, এয়ারটেল দিল্লি, মুম্বই, পুনে, বারাণসী, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, শিলিগুড়ি, কলকাতা, পানিপথ, নাগপুর এবং গুরুগ্রাম।

ইন্টারনেট স্পিড হবে 4G এর চেয়ে ৩০ গুণ বেশি

সংস্থাটি বলছে যে এয়ারটেল গ্রাহকরা ৪জি গতির চেয়ে প্রায় ২০-৩০ গুণ দ্রুত গতিতে ইন্টারনেট পাবেন এবং তারা কোনও বাফারিং ছাড়াই উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। এয়ারটেল গ্রাহকরা হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, গেমিং, চ্যাটিং, ফটো আপলোডের মতো ইন্টারনেট ক্রিয়াকলাপের জন্য সুপারফাস্ট ইন্টারনেট অ্যাক্সেস করতে পাবেন। একই সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, ৫জি প্লাস পরিষেবার জন্য আপনাকে নতুন সিম নিতে হবে না। পুরনো ৪জি সিমের সঙ্গে নতুন পরিষেবা ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *