Airtel 5G পরিষেবা পাওয়া যাচ্ছে ৫৫টি শহরে, দেখে নিন সম্পূর্ণ তালিকা, কীভাবে অ্যাক্টিভ করবেন

গত বছরের অক্টোবরের গোড়ার দিকে ভারতে আনুষ্ঠানিকভাবে 5G সার্ভিস চালু হয়েছিল। তারপর থেকে একেবারে জেট গতিতে এদেশের একের পর এক শহরে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা রোলআউট করে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Bharti Airtel। যদিও প্যান ইন্ডিয়া স্তরে কবে এই সার্ভিস উপলব্ধ হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তবে সংস্থাটি যেভাবে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, তাতে আশা করা যেতে পারে যে, ২০২৪ সালের মধ্যেই হয়তো সকল দেশবাসী Airtel-এর নব্য প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, হালফিলে অন্ধ্রপ্রদেশের সাতটি শহরে উপলব্ধ হয়েছে সংস্থার ৫জি প্লাস (Airtel 5G Plus) সার্ভিস। এর ফলে ভাইজাগ, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, কাকিনাড়া, কুর্নুল, গুন্টুর এবং তিরুপতিতে বসবাসকারী Airtel ব্যবহারকারীরা এখন দুরন্ত গতির 5G পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। আর এর ফলস্বরূপ সবমিলিয়ে ৬০ টিরও বেশি শহরে পৌঁছে গেল সংস্থার বিদ্যুৎ গতির পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস। সেক্ষেত্রে ইউজারদের সুবিধার্থে নীচে সেই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেওয়া হল, যেখানে এই মুহূর্তে Airtel 5G Plus পরিষেবা উপলব্ধ রয়েছে।

এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাওয়া যাবে Airtel 5G Plus পরিষেবা

১. আসাম: গুয়াহাটি

২. অন্ধ্রপ্রদেশ: ভাইজাগ, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, কাকিনাড়া, কুর্নুল, গুন্টুর এবং তিরুপতি

৩. বিহার: পাটনা, মুজাফফরপুর, বোধগয়া এবং ভাগলপুর

৪. দিল্লি

৫. গুজরাট: আহমেদাবাদ

৬. হরিয়ানা: গুরুগ্রাম, পানিপথ ও ফরিদাবাদ

৭. হিমাচল প্রদেশ: সিমলা

৮. জম্মু ও কাশ্মীর: জম্মু, শ্রীনগর, সাম্বা, কাঠুয়া, উধমপুর, আখনুর, কুপওয়ারা, লক্ষনপুর এবং খোর

৯. ঝাড়খণ্ড: রাঁচি ও জামশেদপুর

১০. কর্ণাটক: বেঙ্গালুরু

১১. কেরালা: কোচি

১২. মহারাষ্ট্র: মুম্বই, নাগপুর ও পুনে

১৩. মধ্যপ্রদেশ: ইন্দোর

১৪. মণিপুর: ইম্ফল

১৫. ওড়িশা: ভুবনেশ্বর, কটক, রাউরকেলা ও পুরি

১৬. রাজস্থান: জয়পুর, কোটা ও উদয়পুর

১৭. তামিলনাড়ু: চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই, হোসুর ও ত্রিচি

১৮. তেলেঙ্গানা: হায়দ্রাবাদ

১৯. ত্রিপুরা: আগরতলা

২০. উত্তরাখণ্ড: দেরাদুন

২১. উত্তর প্রদেশ: বারাণসী, লখনউ, আগ্রা, মীরাট, গোরক্ষপুর, কানপুর, প্রয়াগরাজ, নয়ডা ও গাজিয়াবাদ

২২. পশ্চিমবঙ্গ: শিলিগুড়ি

Airtel-এর 5G পরিষেবা পেতে হলে ইউজারদেরকে কী করতে হবে?

বর্তমানে এয়ারটেলের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিসের স্বাদ পেতে চাইলে ইউজারদেরকে অবশ্যই কোম্পানিটির গ্রাহক হতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এয়ারটেল ব্যবহারকারীরা এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks) অ্যাপে গিয়ে চেক করে দেখতে পারেন যে তারা সংস্থার ৫জি পরিষেবা ব্যবহারের জন্য এলিজিবল কি না। তদুপরি, ইউজারদের হাতে থাকা স্মার্টফোন এবং তাদের নিজেদের শহরে সংস্থার ৫জি সার্ভিস উপলব্ধ কি না, তাও এই অ্যাপ মারফত জানা যাবে। এয়ারটেল আরও জানিয়েছে যে, এই মুহূর্তে ভারতে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার দৌলতে ব্যবহারকারীরা ৪জি (4G)-র তুলনায় প্রায় ২০-৩০ গুণ দ্রুতগতির ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তদুপরি, এর জন্য ইউজারদের কোনো ৫জি সিম কার্ডের প্রয়োজন হবে না। এই ঝড়ের গতির নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের কাছে কেবলমাত্র একটি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট থাকাই যথেষ্ট।

কীভাবে ফোনে Airtel 5G Plus অ্যাক্টিভেট করবেন?

ফোনে এয়ারটেল ৫জি অ্যাক্টিভেট করার আগে ইউজারদেরকে নিশ্চিত হয়ে নিতে হবে যে তাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে, সেটি ৫জি এনাবেলড কি না। উল্লেখ্য, বর্তমানে যাতে গ্রাহকরা কোম্পানির ৫জি পরিষেবা ব্যবহার করতে পারেন, তার জন্য বেশিরভাগ হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি ইতিমধ্যেই প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট রোলআউট করেছে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের ফোনে এই সিস্টেম আপডেটটি ডাউনলোড করা আছে কি না, সেটাও তাদের চেক করে নিতে হবে। উল্লেখ্য, সিস্টেম আপডেটটি ডাউনলোড করার জন্য ইউজারদেরকে ক্রমান্বয়ে সেটিংস (Settings) > অ্যাবাউট ফোন (About Phone) > সিস্টেম আপডেট (System Update) অপশনগুলিতে যেতে হবে এবং সবশেষে ডাউনলোড লেটেস্ট আপডেট (download latest update)-এ ট্যাপ করতে হবে।

এভাবে Android ফোনে Airtel 5G অ্যাক্টিভেট করুন

  • ফোনের সেটিংসে যান।
  • “মোবাইল নেটওয়ার্ক” (Mobile network)-এ ট্যাপ করুন।
  • এয়ারটেল সিম (Airtel SIM) চয়ন করুন এবং তারপরে “প্রেফারড নেটওয়ার্ক টাইপ” (Preferred network type) অপশনে ট্যাপ করুন।
  • এখন 5G সিলেক্ট করুন।

এভাবে iPhone-এ Airtel 5G অ্যাক্টিভেট করুন

  • সেটিংস সেকশনটি ওপেন করুন।
  • তারপর “মোবাইল ডেটা” (Mobile Data) নির্বাচন করুন৷
  • এখন “ভয়েস অ্যান্ড ডেটা” (Voice and Data) অপশনে যান৷
  • এয়ারটেল ৫জি-এর সাথে কানেক্ট করার জন্য “৫জি অটো” (5G AUTO) অপশনটি সিলেক্ট করুন।

কোন কোন স্মার্টফোনে Airtel 5G সাপোর্ট করবে?

আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) 5G নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে সার্ভিস প্রদান করছে Airtel, যা 4G কোরের উপর নির্ভরশীল। তাই সকল 5G স্মার্টফোনেই যাতে ইউজাররা এই পরিষেবা ব্যবহার করতে সক্ষম হন, তার জন্য নামজাদা হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি ইতিমধ্যেই সিস্টেম আপডেট রোলআউট করা শুরু করে দিয়েছে, যার মধ্যে রয়েছে Realme, Xiaomi, Oppo, Vivo, iQOO, Apple, OnePlus, Samsung, Nothing, Nokia, Lava, Tecno, Infinix এবং Motorola। এছাড়া, ২০২৩ সালের জানুয়ারিতে Google Pixel 6A, Pixel 7 এবং Pixel 7 Pro-এর জন্য বিশেষ সফটওয়্যার আপডেট রিলিজ করেছে Google, যার সুবাদে এখন এই ফোনগুলিতে Airtel-এর 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে Asus এখনও তাদের ROG ফোনের জন্য 5G সাপোর্ট রোলআউট করেনি। অন্যদিকে, Honor ও LG স্মার্টফোনও সফটওয়্যার আপডেটের অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের সুবিধার্থে খুব শীঘ্রই উক্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই কাজ করবে বলে আশা করা যেতে পারে৷