Airtel 5G: কোন কোন Xiaomi Redmi ও Poco ফোনে এয়ারটেল ৫জি সাপোর্ট করবে দেখে নিন

চলতি মাসের প্রথম দিনেই অর্থাৎ ১লা অক্টোবরে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ (IMC 2022) ইভেন্ট চলাকালীন ভারতে আনুষ্ঠানিকভাবে ৫তম সেলুলার নেটওয়ার্কিং পরিষেবাকে চালু করা হয়েছিল। আর প্রধানমন্ত্রী দ্বারা এই ‘অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট’ -এর পর পরই দেশের প্রথমসারির প্রত্যেকটি টেলিকম অপারেটর সংস্থা ২০২৩ সালের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে 5G পরিষেবা চালু করার জন্য কাজ করতে শুরু করে দিয়েছে৷ এক্ষেত্রে Bharti Airtel এবং Reliance Jio ইতিমধ্যেই 5G রোলআউট শুরু করে দিয়েছে৷ যদিও Vodafone-Idea কিন্তু এখনো এই বিষয়ে তাদের পরিকল্পনা নিশ্চিত করেনি। যাইহোক, চলতি সপ্তাহে মুকেশ আম্বানি অধীনস্ত সংস্থাটি – মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসীতে 5G বা তাদের ভাষায় True 5G নেটওয়ার্কের বিটা-টেস্টিং শুরু করে করেছে। অন্যদিকে, Airtel 5G Plus পরিষেবা ইতিমধ্যেই দেশের বড় আটটি শহরে উপলব্ধ। যার মধ্যে সামিল রয়েছে – দিল্লি, মুম্বাই, বারাণসী, ব্যাঙ্গালোর, গুরুগ্রাম, কলকাতা, হায়দরাবাদ এবং চেন্নাই। এদিকে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের 5G-রেডি ডিভাইসগুলি নব্য প্রজন্মের এই নেটওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করতে বর্তমানে টেলিকম অপারেটরদের সাথে কাজ করছে। যার দরুন বেইজিং ভিত্তিক স্মার্টফোন নির্মাতা Xiaomi তাদের কোন কোন ডিভাইসগুলি Airtel 5G Plus নেটওয়ার্ক সমর্থন করবে সেই তালিকা আজ নিশ্চিত করেছে।

Airtel 5G Plus নেটওয়ার্ক সমর্থন করবে এমন হ্যান্ডসেটের তালিকা প্রকাশ করলো Xiaomi

এয়ারটেল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি বিভিন্ন টেক ব্র্যান্ডের এমন স্মার্টফোনগুলিকে তালিকাভুক্ত করেছে, যা তাদের ৫জি নেটওয়ার্ক সমর্থনে সক্ষম। এক্ষেত্রে উক্ত টেলিকম সংস্থাটি শাওমি ব্র্যান্ডিংয়ের ফোনের তালিকা প্রকাশ করেছে, যেগুলিতে নতুন তথা ‘ফাস্টার’ ৫জি প্লাস পরিষেবা ব্যবহার করা যাবে। এই তালিকায় কয়েকটি মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম শাওমি হ্যান্ডসেট অন্তর্ভুক্ত আছে। এছাড়াও, শাওমি অধীনস্ত রেডমি (Redmi) এবং পোকো (Poco) লোগোধারী কয়েকটি ফোনও সামিল থাকছে, যেগুলি ৫জি প্রসেসর সহ এদেশে লঞ্চ হয়েছে। আর এই একই তালিকা শাওমির ভারতীয় শাখা দ্বারাও তাদের আধিকারিক পোস্ট করা হয়েছিল। চলুন এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে এমন শাওমি, রেডমি ও পোকো স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক এবার…

Airtel 5G নেটওয়ার্ক সমর্থন করবে এমন Xiaomi, Redmi এবং Poco ফোনের তালিকা

Airtel 5G Plus List

আমরা আগেই বলেছি, এয়ারটেলের ৫জি প্লাস নেটওয়ার্ক ইতিমধ্যেই দেশের আটটি ভিন্ন শহরের নিবাসীদের জন্য উপলব্ধ। তবে, উল্লেখিত শহরগুলি বাদেও আরো বেশ কয়েকটি অঞ্চলে উক্ত টেলিকম সংস্থাটি শীঘ্রই তাদের নতুন নেটওয়ার্ক রোলআউট করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তল বলেছেন, “অতি শীঘ্রই ভারতের সমস্ত বড় শহর জুড়ে ৫জি পরিষেবা চালু” করবে তারা।