77 দিন আর রিচার্জ করতে হবে না, Airtel ও Vi-এর এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল সহ অনেক সুবিধা

ভারতের অন্যতম দুটি টেলিকম অপারেটর কোম্পানি হল Bharti Airtel এবং Vodafone Idea (Vi)। বর্তমানে Vodafone Idea তার...
techgup 30 July 2023 11:01 PM IST

ভারতের অন্যতম দুটি টেলিকম অপারেটর কোম্পানি হল Bharti Airtel এবং Vodafone Idea (Vi)। বর্তমানে Vodafone Idea তার প্রতিদ্বন্দ্বী Airtel-কে অনুসরণ করে গ্রাহকদের নানান প্রিপেড প্ল্যান অফার করছে। তাই আপনি উভয় টেলকোর পোর্টফোলিওতে একই রকম দামের একাধিক প্ল্যান খুঁজে পাবেন। এই প্রতিবেদনে আমরা এমনই দুটি রিচার্জ প্যাকের কথা বলবো, যেগুলি একই দাম ও ভ্যালিডিটি সহ বাজারে উপস্থিত। তবে এদের মধ্যে বেনিফিটের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে

Airtel-এর ৭৭ দিনের প্ল্যান

এয়ারটেলের ৭৭ দিনের এই প্ল্যানটির দাম ৬৬৬ টাকা। এটি গ্রাহকদের দৈনিক ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস অফার করে। এছাড়াও ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। এর সাথে এই প্ল্যানে ব্যবহারকারীরা বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইনক মিউজিক উপভোগ করার সুবিধাও পাবেন।

Vodafone-এর ৭৭ দিনের প্ল্যান

এয়ারটেলের মতই ভোডাফোনের ৭৭ দিনের প্ল্যানটির দাম ৬৬৬ টাকা। আর এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস অফার করা হয়। তাছাড়া এই প্ল্যানের গ্রাহকেরা বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোল ওভার, ভিআই মুভিস অ্যান্ড টিভি এবং ডেটা ডিলাইটসের সুবিধা পাবেন। আপনি যদি Vodafone Idea-র অ্যাপ থেকে এই প্ল্যানটি রিচার্জ করেন তাহলে ৫ জিবি বোনাস ডেটাও পেয়ে যেতে পারেন।

তবে, Vodafone Idea-এর প্ল্যানে আপনি আনলিমিটেড ৫জি ডেটা পাবেন না, কারণ ভিআই এখনো ৫জি পরিষেবা চালু করতে পারেনি। কিন্তু আপনি যদি Airtel-এর ৭৭ দিনের প্ল্যানটি রিচার্জ করেন তাহলে আপনি আনলিমিটেড ৫জি ডেটা পাবেন।

Show Full Article
Next Story