গ্রাহকদের দাবি মেনে নিল Airtel, ৩৯৯ টাকার ও ৮৩৯ টাকার প্ল্যানে ফিরে এল পুরানো সুবিধা

গত নভেম্বরে একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান থেকে Disney+ Hotstar বেনিফিট সরিয়ে নিয়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel। বর্তমানে সংস্থার মাত্র দুটি প্ল্যানে এই ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মটির কনটেন্ট দেখার সুবিধা উপলব্ধ রয়েছে। তবে ইউজারদের সুবিধার্থে টেলিকম কোম্পানিটি হালফিলে আরও দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানে Disney+ Hotstar বেনিফিট যুক্ত করেছে। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত ৩৩৫৯ টাকা এবং ৪৯৯ টাকার প্ল্যানে উক্ত ওটিটি প্ল্যাটফর্মটির কনটেন্ট দেখার সুবিধা উপলব্ধ ছিল। তবে এখন ৩৯৯ টাকা এবং ৮৩৯ টাকার প্ল্যান রিচার্জ করলেও ইউজাররা Disney+ Hotstar-এর যাবতীয় কনটেন্ট দেখার মজা উপভোগ করতে সক্ষম হবেন। আসুন, এই ওটিটি বেনিফিট ছাড়া Airtel-এর উক্ত রিচার্জ প্ল্যান দুটিতে আর কী কী সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel-এর ৩৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি প্রতিদিন ২.৫ জিবি ডেটা অফার করে। অর্থাৎ, প্ল্যানটি রিচার্জ করলে মোট ৭০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন ইউজাররা। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে। এছাড়া, প্ল্যানটির মারফত যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তদুপরি, প্রতিদিন ১০০ টি করে এসএমএস খরচের সুযোগও পাবেন ইউজাররা। উল্লেখ্য যে, এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আবার ওটিটি বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে ৩ মাসের জন্য Disney+ Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে (যার মূল্য ১৪৯ টাকা)। এছাড়া, Wynk Music-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও মজুত রয়েছে।

Airtel-এর ৮৩৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ১৬৮ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। উপরন্তু, এই প্ল্যানে অতিরিক্ত বেনিফিট হিসেবে ৩ মাসের জন্য Disney+ Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন (যার মূল্য ১৪৯ টাকা), Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস (যার সুবাদে চলতি সময়ের ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা যাবে), RewardsMini সাবস্ক্রিপশন, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে।

অর্থাৎ সবমিলিয়ে বলতে গেলে, এখন Airtel-এর মোট চারটি প্রিপেইড রিচার্জ প্ল্যানে Disney+ Hotstar বেনিফিট উপলব্ধ রয়েছে। এই প্ল্যানগুলির দাম ৩৩৫৯ টাকা, ৮৩৯ টাকা, ৪৯৯ টাকা এবং ৩৯৯ টাকা। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio-র কোনো রিচার্জ প্ল্যানেই এই সুবিধা পাওয়া যাবে না। ফলে ইদানীংকালে মোবাইলে Disney+ Hotstar-এর কনটেন্ট দেখতে হলে ইউজারদেরকে Vodafone Idea (Vi) বা Airtel-এর কোনো প্ল্যান রিচার্জ করতে হবে। এছাড়া, ব্যবহারকারীরা কোম্পানির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে Disney+ Hotstar-এর স্ট্যান্ডঅ্যালোন প্রিমিয়াম সাবস্ক্রিপশনও কিনে নিতে পারেন।