Samsung Galaxy A52 5G এর লঞ্চ আসন্ন, দেখা গেল আরও একটি সার্টিফিকেশন সাইটে

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A52 5G। এর 4G ভ্যারিয়েন্টও আসতে পারে বলে জানা গেছে। যদিও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখনও গ্যালাক্সি এ৫২ ৫জি এর লঞ্চ নিয়ে কিছু বলেনি। তবে এবার এই ফোনকে চীনের TENAA তে দেখা গেল। এখানে কেবল ফোনটির 5G ভ্যারিয়েন্টকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। টিপ্সটার মুকুল শর্মা সর্বপ্রথম টিনা তে এই ফোনকে দেখতে পেয়েছেন।

যদিও টিনা থেকে Samsung Galaxy A52 5G ফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি। এখানে ফোনটির মডেল নম্বর SM-A5260। এই একই মডেল নম্বর সহ চীনের 3C সার্টিফিকেশন সাইটেও গ্যালাক্সি এ৫২ ৫জি কে দেখা গিয়েছিল। যেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

Samsung Galaxy A52 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। আবার এর ৪জি ভ্যারিয়েন্ট ৭২০জি প্রসেসরের সাথে আসবে। ফোনটিতে দেওয়া হতে পারে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি O ডিসপ্লে। স্টোরেজের কথা বললে এতে ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম থাকতে পারে। এর থিকনেস হবে ৮.৪ মিমি। Samsung Galaxy A52 5G এর পিছনে চারটি ক্যামেরা দেওয়া হতে পারে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। আবার ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারো। Samsung Galaxy A52 5G ফোনে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে অ্যান্ড্রয়েড ১১ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেওয়া হবে।

Samsung Galaxy A52 5G এর দাম (সম্ভাব্য)

অনুমান করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনের দাম হবে ৪৯৯ ডলার, যা প্রায় ৩৬,৮০০ টাকার সমান। উল্লেখ্য, এর পূর্ববর্তী মডেল Galaxy A51 ভারতে লঞ্চ হয়েছিল ২২,৯০০ টাকায়।