আরও ৭টি শহরে চালু হল Airtel 5G, পুরানো সিমেই পাওয়া যাবে দুর্দান্ত ইন্টারনেট স্পিড

গত বছর ভারতে আনুষ্ঠানিকভাবে 5G রোলআউট হয়েছিল। যারপর থেকেই প্যান-ইন্ডিয়া ভিত্তিক এই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বন্টনের কাজ সম্পন্ন করাকে কেন্দ্র করে টেলিকম সংস্থাগুলির মধ্যে একপ্রকার রেষারেষি শুরু হয়ে গেছে। ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা দুটি খুবই দ্রুততার সাথে নতুন প্রজন্মের নেটওয়ার্ক বিভিন্ন শহরে চালু করছে। গত ডিসেম্বরের শেষের দিকে Airtel ভারতের জম্মু-কাশ্মীরের দুটি মুখ্য শহর জম্মু এবং শ্রীনগরে তাদের ৫জি প্লাস (5G Plus) পরিষেবা চালু করেছিল। আর এখন এই রাজ্যের আরও ৭টি শহরকে নিজেদের ৫জি-সার্কেলে অন্তর্ভুক্ত করলো সংস্থাটি। যারপর এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) নেটওয়ার্ক এখন দেশ জুড়ে মোট ৫৯টি শহরে উপলব্ধ। এক্ষেত্রে সদ্য সংযুক্ত শহরগুলির তালিকায় সামিল রয়েছে – সাম্বা, কাঠুয়া, উধমপুর, আখনুর, কুপওয়ারা, লখনপুর এবং খৌর। প্রসঙ্গত 5G বন্টনের কাজে Jio অনেকাংশে এগিয়ে থাকলেও, Airtel হল একমাত্র টেলিকম সংস্থা যারা জম্মু ও কাশ্মীর, লাদাখের মতো রাজ্যে ৫জি পরিষেবার সুবিধা প্রদান করছে।

জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলিতে উপলব্ধ হল Airtel 5G Plus পরিষেবা

• সাম্বা – সাম্বার মান্ডি সাংওয়ালি শিল্প এলাকা, রেলওয়ে স্টেশন, কালি মান্ডি এবং সাম্বা বাজারে এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা উপলব্ধ।

• কাঠুয়া – কালীবাড়ি ওয়ার্ড নং ২ জেলা হাসপাতাল, কাঠুয়া দুর্গানগর, কাঠুয়া গোবিন্দসর এবং শিবনগর রাজবাগ অমৃত বিহারের নিবাসীরা এখন থেকে উচ্চ-গতি সম্পন্ন ৫জি পরিষেবার সুবিধা পাবেন৷

• উধমপুর – উধমপুর শহরের – ধর রোড, রহম্বল চিনার শক্তি নগর, লাম্বি গালি একতা বিহার, চোপড়া শপ, গোল মার্কেট, চবুত্রা বাজার, সাইলেন তালাব চৌক অঞ্চলকে ৫জি সার্কেলের অধীনে নিয়ে আসা হয়েছে।

• আখনূর – অম্বরান বালেবাগ এবং দাসকল আখনূর মেইন চক বর্ধল কাল্লানের বাসিন্দাদের জন্য এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা অ্যাক্সেসযোগ্য করা হয়েছে।

• কুপওয়ারা – কুপওয়ারা শহরের – পাঞ্জগাম, সুলকুট, কুপওয়ারা বাজার, আন্ধেরহামা এবং ত্রেগাম অঞ্চলে ৫জি পরিষেবা উপলব্ধ।

4G নেটওয়ার্কের থেকে সর্বাধিক ৩০ গুণ অধিক হাই-স্পিড অফার করবে করবে Airtel 5G Plus

প্রসঙ্গত বিভিন্ন রিপোর্ট থেকে উঠে এসেছে যে – এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা ভারতের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের চমৎকার স্পিড অফার করছে। এই বিষয়ে এয়ারটেলের দাবি, গ্রাহকেরা তাদের পুরোনো ৪জি সিম ব্যবহার করে ৪জি -এর চেয়েও ২০ থেকে ৩০ গুণ অধিক স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন