Airtel Launches International Roaming Plan

Airtel আনল নতুন রিচার্জ প্ল্যান, 184টি দেশ থেকে বিন্দাস যোগাযোগ রাখতে পারবেন

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Bharti Airtel। যার পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান উপস্থিত। পাশাপাশি এই টেলকোটির কাছে ভ্রমণকারীদের জন্যও একাধিক বাজেট ফ্রেন্ডলি আন্তর্জাতিক রোমিং প্যাক বিদ্যমান। তবুও, সংস্থাটি আবার ভ্রমণকারীদের বিদেশ যাত্রা উপভোগ্য করার জন্য বেশ কয়েকটি রোমিং প্যাক লঞ্চ করেছে। যেগুলির মূল্য শুরু হয়েছে 133 টাকা থেকে। আর Airtel এর এই প্ল্যানগুলি রিচার্জ করলে 184 টি দেশে সহজেই সেলুলার কানেকশনের সাথে যুক্ত থাকা যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, প্রতিযোগিতামূলক দাম ছাড়াও প্যাকগুলিতে ডেটা, ইন-ফ্লাইট কানেকশন, 24×7 কাস্টমার সার্ভিস সাপোর্ট সংযুক্ত করা হয়েছে। এছাড়াও, Airtel নিশ্চিত করেছে যে, 184 টি নির্বাচিত দেশে ভ্রমণকালীন অবস্থায় গ্রাহকদের অন্য কোনো প্যাকের সাবস্ক্রিপশন নিতে হবে না, বরং ব্যবহারকারীরা নিজেদের ভ্রমণের সময়কাল অনুযায়ী একটি মাত্র প্যাক ব্যবহার করেই বিশ্বব্যাপী আনলিমিটেড নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।

এয়ারটেল বলেছে, তাদের একমাত্র লক্ষ্য হলো গ্রাহকদের সকল সমস্যার সমাধান করা এবং তাদের আরো বেশি সুবিধা প্রদান করা। তাই তারা সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিক রোমিং প্যকগুলি চালু করতে পেরে ভীষণই খুশি, যা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণকারীদের আনলিমিটেড রোমিং অ্যাক্সেস প্রদান করে। এছাড়াও, বিভিন্ন দেশের স্থানীয় সিমের তুলনায় এয়ারটেলের এই প্যাকগুলি ভয়েস কল এবং ডেটা সহ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে অফার করা হয়।

এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের মূল বৈশিষ্ট্য

এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের দাম প্রত্যেকদিন 133 টাকা থেকে শুরু হয়, যা বেশিরভাগ দেশের স্থানীয় সিমের তুলনায় অনেক বেশী সাশ্রয়ী। আবার, ভ্রমণের সময় মানুষের একাধিক চিন্তা থাকে। তাই বিভিন্ন চিন্তার মাঝে একটি সিঙ্গেল প্যাক রিচার্জ করে যদি তারা সমগ্র বিশ্বে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে সমর্থ হয়, তাহলে তারা বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারে।