Airtel Launches New RS 279 Prepaid Plan with 45 Days Validity Check All Benefits

Airtel আনল 279 টাকার নতুন রিচার্জ প্ল্যান, 45 দিন ধরে পাবেন আনলিমিটেড কলের সুবিধা

Bharti Airtel তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো। নতুন প্ল্যানের দাম ২৭৯ টাকার এবং এটি এখন থেকে সংস্থার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। সদ্য চালু হওয়ার এই রিচার্জ প্যাকের দাম কম হলেও, এর বৈধতা প্রায় দেড় মাস। এছাড়াও এর সাথে ২ জিবি ডেটা সহ সীমাহীন ভয়েস কলিং এবং ফ্রি এসএমএস পরিষেবার সুবিধাও পাওয়া যাবে। চলুন Airtel এর ২৭৯ টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।

Airtel এর ২৭৯ টাকার প্রিপেড প্ল্যানের বেনিফিট

এয়ারটেলের নতুন ২৭৯ টাকার প্রিপেড প্ল্যানের মেয়াদ ৪৫ দিন। এর সাথে বিভিন্ন এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট, যেমন – অ্যাপোলো ২৪x৭ সার্কেল, ফ্রি হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক ব্যবহারের সুবিধা দেওয়া হয়। আবার বেসিক বেনিফিট হিসাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৬০০টি এসএমএস পাঠানোর সুবিধাও মিলবে। অতএব যাদের ডেটা চাহিদা কম এবং শুধুমাত্র সিম সচল রাখার জন্য রিচার্জ প্যাক খোঁজ করছেন, তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত।

এক্ষেত্রে সিম সচল রাখার জন্য ২৭৯ টাকা খরচ করা যদি আপনাদের কাছে বেশি লাগে তবে একটা সাধারণ হিসাব বলি। এয়ারটেলের এই প্ল্যানের দাম ২৭৯ টাকা, যা ৪৫ দিনের জন্য বৈধ থাকবে। অর্থাৎ গড় দৈনিক খরচ পড়ছে ৬.২ টাকা। এভাবে দেখলে কিন্তু প্ল্যানটি বেশ সাশ্রয়ী।

এদিকে যদি গ্রাহক রিচার্জ প্যাকের সময়সীমার আগেই ২ জিবি ডেটা শেষ করে ফেলেন, তবে এয়ারটেল -এর পোর্টফোলিওতে ডেটা ভাউচারও অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে ১ দিনের জন্য অতিরিক্ত ডেটা কিনতে আপনাদের ১৯ টাকা খরচ পড়বে। এটা বেস প্ল্যান। অধিক বৈধতার সাথে ডেটা ভাউচার চাইলে তাও পেয়ে যাবেন এয়ারটেল -এর ওয়েবসাইট ও অ্যাপে।

প্রসঙ্গত Airtel কয়েকদিন আগেই ৩৯৫ টাকার অনুরূপ একটি দীর্ঘ মেয়াদি প্ল্যান চালু করেছিল। এর সাথে ৬ জিবি ডেটা অফার করা হয় এবং এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন।