Telecom

Airtel: দৈনিক কোনো লিমিট নেই, এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান দিচ্ছে আনলিমিটেড কলিং সহ ডেটা সুবিধা

এতদিন পর্যন্ত এয়ারটেল তাদের পোস্টপেড ব্যবহারকারীদের জন্যই কেবল বাল্ক ডেটা প্ল্যানের সুবিধা অফার করত। তবে, ভারতে এমন অনেক ব্যবহারকারী আছেন যারা দৈনিক ডেটা লিমিট প্রদান করা প্রিপেড প্ল্যানের বদলে বাল্ক ডেটা অফার করা প্ল্যান পছন্দ করেন। তাই, ভারতী এয়ারটেল শুল্ক বৃদ্ধির পর দৈনিক ডেটা অফার করা প্রিপেড প্ল্যান ছাড়াও বেশ কিছু বাল্ক ডেটা অফার করা প্রিপেড প্ল্যান নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করেছে। আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন এবং আনলিমিটেড ডেটা উপভোগ করতে চান, তাহলে নিম্নোক্ত তিনটি প্রিপেড প্ল্যান রিচার্জ করতে পারেন।

এয়ারটেলের ২৫ জিবি আনলিমিটেড ডেটা প্ল্যান

এই সেগমেন্টের প্রথম ট্রু আনলিমিটেড প্ল্যানটির দাম ৩৫৫ টাকা। যেটি ৩০ দিনে মোট ২৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস অফার করে। আর ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পর প্রতি এমবি ৫০ পয়সা করে চার্জ করে। এছাড়াও, এয়ারটেলের এই প্ল্যানের সাথে বেশ কয়েকটি অতিরিক্ত সুবিধাও প্রদান করা হয়। যেমন, অ্যাপোলো ২৪×৭ সার্কেলের ৩ মাসের সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে হ্যালো টিউন সহ উইঙ্ক মিউজিক অ্যাক্সেস করার সুযোগ। জানিয়ে রাখি, এই প্ল্যানটির জন্য প্রত্যেকদিন আপনাকে খরচ করতে হবে প্রায় ১২ টাকা।

এয়ারটেলের ৫০ জিবির আনলিমিটেড ডেটা প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের দাম ৫৮৯ টাকা, যার মেয়াদ ৩০ দিন। আর এর সাথে মোট ৫০ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল সহ প্রত্যেক দিন ১০০ টি এসএমএস অফার করা হয়। এখানেও ডেটা লিমিট শেষ হয়ে যাবার পর ৫০ পয়সা প্রতি এমবি চার্জ করা হবে। এছাড়া, এখানে এয়ারটেল অ্যাপোলো ২৪×৭ সার্কেলের ৩ মাসের সাবস্ক্রিপশন, বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস করা সুযোগও দিয়ে থাকে। উল্লেখ্য, এই প্ল্যানটি রিচার্জ করলে আপনাকে প্রত্যেকদিন প্রায় ২০ টাকা খরচ করতে হবে।

এয়ারটেলের ৬০ জিবির বাল্ক ডেটা প্ল্যান

এই সেগমেন্টের তৃতীয় প্রিপেড প্ল্যানটি হলো ৬০৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ১মাস। আর এর সাথে আগের প্ল্যানের মতোই আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করা হয়। এখানে মোট ৬০ জিবি হাই স্পিড ডেটা এবং মোট ৩০০টি এসএমএসও অফার করা হয়। আবার ডেটা লিমিট শেষ হয়ে গেলে আগের প্ল্যানের মতোই এখানে ব্যবহারকারীদের ৫০ পয়সা প্রতি এমবি খরচ করতে হবে। হিসেব করে দেখলে দেখা যাবে, এই প্ল্যানের জন্য একজন ব্যবহারকারীকে প্রত্যেকদিন প্রায় ২০ টাকা খরচ করতে হবে। আলোচ্য প্ল্যানের ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা হিসেবে ৩মাস অ্যাপোলো ২৪×৭ সার্কেলের বিনামূল্যে অ্যাক্সেস করার সুযোগ পাবেন এবং কোনো খরচ ছাড়াই উইঙ্ক মিউজিকের হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক উপভোগ করতে পারবেন।

তবে মনে রাখবেন, উপরিউক্ত তিনটি নো ডেলি ডেটা লিমিট প্ল্যানগুলির মধ্যে একটিও কমপ্লিমেন্টারি আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা প্রদান করে না। সুতরাং, আপনি যদি একজন ৪জি হ্যান্ডসেট ব্যবহারকারী হন এবং ৪জি নেটওয়ার্ক জোনে বসবাস করেন অথবা যদি আপনি ৫জি ব্যবহারকারী হন কিন্তু ৫জি পরিষেবা নিয়ে আপনার কোনো মাথাব্যথা না থাকে, পাশাপাশি আপনি পোস্টপেডের মতো আনলিমিটেড ডেটা পরিষেবা উপভোগ করতে চান, তাহলে নিশ্চিন্তে এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago