বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় Redmi 9A, পিছনে ফেললো Samsung এর ফোনকে

ভারতের পাশাপাশি বিশ্ববাজারেও পোক্ত জায়গা করে নিয়েছে জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi।বিগত কয়েক বছর ধরেই ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন বিক্রেতা হিসেবে নাম রয়েছে সংস্থাটির। তবে এবার শাওমির হ্যান্ডসেট, বিশ্ববাজারে বিক্রিত সেরা পাঁচটি ফোনের মধ্যে নিজের জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ গ্লোবাল হ্যান্ডসেট মডেল ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে যে সমস্ত ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার মধ্যে পাঁচ নম্বরে রয়েছে Xiaomi-র বাজেট স্মার্টফোন Redmi 9A।

বলে রাখি, এই Redmi 9A ফোনটি গত বছর সেপ্টেম্বরে ‘দেশ কা স্মার্টফোন’ ট্যাগলাইনসহ ভারতে লঞ্চ হয়েছিল এবং লঞ্চের পরপরই এটি বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে নতুন বছর শুরু হওয়ার পরও এটি ২% শিপিংয়ের মুখ দেখেছে। এমনকি বিক্রির নিরিখে, Redmi 9A পেছনে ফেলেছে Samsung Galaxy A12-এর মত স্মার্টফোনটিকেও।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, Xiaomi-র এই ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চীন ও ভারতে। তবে এই সিরিজের Redmi 9 মডেলটির মাধ্যমে সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ভাল ফলাফল পেয়েছে। সব মিলিয়ে শাওমি গ্লোবাল মার্কেটে ১৫০ ডলার (প্রায় ১১,০০০ টাকা) দামের রেঞ্জে বা বাজেট সেগমেন্টে নিজের জায়গা যে পোক্ত করেছে তা অস্বীকার করার জায়গা নেই। কারণ শুধুমাত্র এই বিভাগ থেকেই Xiaomi, ১৯ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করেছে।

কী আছে Redmi 9A ফোনে?

এই সস্তা স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে এতে ৩ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজও বিদ্যমান। শুধু তাই নয় Redmi 9A-তে P2i কোটিং ও আইআর ব্লাস্টারও উপলব্ধ। তাছাড়া ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটির ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা; আবার ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ সংস্করণটি ৭,৪৯৯ টাকায় কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন