ভারতে এন্ট্রি নিল LG Gram Pro (2024) ল্যাপটপ সিরিজ, প্রফেশনাল কাজের জন্য অনবদ্য

LG Gram Pro (2024) ল্যাপটপ সিরিজ আজ ভারতে লঞ্চ হল

দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেক্ট্রনিক্স জায়ান্ট LG আজ ভারতের বাজারে LG Gram Pro (2024) ল্যাপটপ সিরিজের ঘোষণা করল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – LG Gram Pro (2024) এবং LG Gram Pro 2-in-1 (2024)৷ এক্ষেত্রে প্রথম ডিভাইসটি – ১৬ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। অন্যদিকে, LG Gram Pro 2-in-1 মডেলটি একক ১৬ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে। তবে এটি দুটি ভিন্ন ডিসপ্লে ফিচার অপশনের সাথে পাওয়া যাবে। আবার টাচস্ক্রিন ও ৩৬০-ডিগ্রি হিঞ্জ সমর্থন করায় এই ল্যাপটপকে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যাবে। চলুন নতুন LG Gram Pro (2024) ল্যাপটপ সিরিজের দাম, স্পেসিফিকেশন এবং প্রাপ্যতা সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে LG Gram Pro (2024) সিরিজের দাম এবং লভ্যতা

এদেশের বাজারে এলজি গ্রাম প্রো (২০২৪) ল্যাপটপের বেস ও টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৬৩,০২৫ টাকা এবং ২,১৪,৩৭৫ টাকা রাখা হয়েছে। এটি হোয়াইট কালার বিকল্পে এসেছে। অন্যদিকে, এলজি গ্রাম প্রো ২-ইন-১ (২০২৪) ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,৭৫,৯২০ টাকা থেকে এবং উচ্চতর ভ্যারিয়েন্টটি ২,০৪,৭০০ টাকায় কেনা যাবে। এটিও হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে।

আগ্রহীদের জানিয়ে রাখি, আগামী ২রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারী পর্যন্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নতুন এলজি গ্রাম প্রো (২০২৪) সিরিজের মডেলগুলি প্রি-বুক করা যাবে।

LG Gram Pro (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন

এলজি গ্রাম প্রো (২০২৪) ল্যাপটপ মোট দুটি ডিসপ্লে সাইজের সাথে পাওয়া যাবে, যথা – ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি। এই দুটি ডিসপ্লে ভিন্ন ফিচারের সাথে এসেছে। যার মধ্যে একটি হল – ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ও WQXGA সমর্থিত LCD ডিসপ্লে প্যানেল। আরেকটি হল, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং WQXGA+ রেজোলিউশন অফারকারী OLED ডিসপ্লে ভ্যারিয়েন্ট। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এই ল্যাপটপে ইন্টেল আর্ক জিপিইউ সহ কোর আল্ট্রা ৭ অথবা কোর আল্ট্রা ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে ১৬-ইঞ্চি ডিসপ্লে মডেলের জন্য অপশনাল এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ ৪জি জিপিইউ থাকবে। ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে ৩২ জিবি (১৭-ইঞ্চি) / ১৬ জিবি (১৬-ইঞ্চি) LPDDR5x 7467 MHz র‍্যাম এবং ৫১২ জিবি NVMe মেমরি পাওয়া যাবে। তবে ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণের জন্য PCIe 4.0×4 স্লট বিদ্যমান থাকছে।

অন্যান্য ফিচারের কথা বললে, LG Gram Pro (2024) ল্যাপটপে ভিডিও কলিংয়ের জন্য ফুল এইচডি রেজোলিউশন সমর্থিত আইআর ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক্রোফোন দেওয়া হয়েছে। আবার এটি – ব্যাকলিট কীবোর্ড এবং ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেমের সাথে এসেছে। কানেক্টিভিটির জন্য এতে – ওয়াইফাই ৬ই, ২টি এমআইএমও ২, ব্লুটুথ ৫.৩, ১টি ইউএসবি ৩.২ জেন ২ পোর্ট, ২টি ইউএসবি ৪ জেন ৩ পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইউএসবি পিডি, থান্ডারবোল্ট ৪, ১টি এইচডিএমআই পোর্ট এবং হেডফোন আউটপুট জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০ ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ল্যাপটপের ওজন ১,২৭৯ গ্রাম (১৬-ইঞ্চি) / ১,৩৭৯ গ্রাম (১৭-ইঞ্চি)।

LG Gram Pro 2-in-1 (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন

এলজি গ্রাম ২-ইন-১ (২০২৪) ল্যাপটপে ১৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন যথাক্রমে ১২০ হার্টজ এবং ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট যুক্ত LCD ও OLED ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিভাইসটিতে স্টাইলাস পেনও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতেও ‘প্রো’ মডেলের মতো ইন্টেল কোর আল্ট্রা ৭ / কোর আল্ট্রা ৫ প্রসেসর থাকছে। জিপিইউ হিসাবে ইন্টেল আর্ক পাওয়া যাবে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে ১৬ জিবি LPDDR5x 7467 MHz র‍্যাম এবং ৫১২ জিবি NVMe স্টোরেজ মিলবে। তবে PCIe 4.0×4 স্লটের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব।

LG Gram Pro 2-in-1 (2024) ল্যাপটপে ফুল এইচডি রেজোলিউশন সমর্থিত আইআর ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক্রোফোন রয়েছে। এছাড়াও একাধিক উল্লেখযোগ্য ফিচারের সুবিধা পাওয়া যাবে, যেমন – ফুল সাইজ ৯৭ কী সহ (৩-সারির নিউমারিক কী) ব্যাকলিট কী-বোর্ড এবং ডলবি অ্যাটমস প্রযুক্তির সাথে স্টেরিও স্পিকার সিস্টেম। এর যাবতীয় কানেক্টিভিটি বিকল্প ‘প্রো’ মডেলের অনুরূপ। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ল্যাপটপে ৭৭ ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর ওজন ১,৩৯৯ গ্রাম।