Airtel vs jio rs 395 new prepaid recharge plan comparison

Airtel আনল 56 দিনের নতুন রিচার্জ প্ল্যান, দৈনিক খরচ মাত্র 7 টাকা

Airtel ৩৯৫ টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এখানে ৫৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তাই যে সকল গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে কম দিনের মেয়াদ সম্পন্ন প্ল্যানের খোঁজ করে থাকেন তাদের জন্য এটি উপযুক্ত হতে পারে। Airtel চুপিসারে এই প্ল্যানটি লঞ্চ করায় মনে করা হচ্ছে ভবিষ্যতে টেলকোটি এখানে বেশ কিছু বদল ঘটাতে পারে।

Bharti Airtel এর ৩৯৫ টাকার নতুন প্রিপেড প্ল্যান

এয়ারটেল-এর এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৬০০ টি এসএমএস এবং মোট ৬ জিবি ডেটা অফার করা হয়। আর আগেই উল্লেখ করা হয়েছে এর ভ্যালিডিটি ৫৬ দিন।

অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেলের এই প্রিপেড প্ল্যানের সাথে পাওয়া যাবে অ্যাপেলো ২৪×৭ সার্কেলের অ্যাক্সেস সহ বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক উপভোগ করার সুযোগ।

সংস্থার দাবি ৬০০টি এসএমএস ব্যবহার করার পর লোকাল এসএমএস এর জন্য ১ টাকা এবং এসটিডি এসএমএস-এর জন্য ১.৫ টাকা করে চার্জ করা হবে। আর ডেটা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা Airtel-এর ডেটা ভাউচার দিয়ে রিচার্জ করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, Airtel-এর মতো Jio-র কাছেও একটি ৩৯৫ টাকার প্ল্যান উপস্থিত, যার ভ্যালিডিটি ৮৪ দিন। আর এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা সহ দৈনিক ১০০ টি এসএমএস এবং মোট ৬ জিবি ডেটা অফার করা হয়। এদিকে Airtel-এর ৩৯৫ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের দৈনিক খরচ হয় ৭.০৫ টাকা, তবে Jio ব্যবহারকারীদের ৩৯৫ টাকা প্ল্যানের জন্য খরচ হয় ৪.৭০ টাকা।