কম খরচে দৈনিক 2GB ডেটা ব্যবহার করতে চান? এই প্ল্যানগুলিতে পাবেন সেরা সুবিধা

আজকালকার সময়ে আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। কাজের প্রয়োজন হোক বা সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মে সময় কাটানো হোক – সমস্ত কিছুই নির্ভর করে নেট বা ডেটা কানেকশনের ওপর। এদিকে, মোবাইল ডেটা সহজলভ্য হওয়ায় অধিকাংশই পর্যাপ্ত রিচার্জ করে মুঠোফোনের মাধ্যমে ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনারাও যদি রোজকার প্রয়োজনে মোবাইল ডেটার ওপর নির্ভরশীল হন এবং প্রতিদিন প্রচুর পরিমাণে ডেটা খরচ হওয়ার কারণে সমস্যায় থাকেন, তাহলে সেই মুশকিল আসানের জন্যই আমাদের আজকের প্রতিবেদন। আসলে একটা সময় ছিল যখন ১ জিবি মোবাইল ডেটাতেই সারামাস চলে যেত, কিন্তু এখন দৈনিক ১ জিবি ডেটাও অনেকের কাছে যথেষ্ট নয়! তাই এমন পরিস্থিতিতে দৈনিক ২ জিবি ডেটার বেনিফিটযুক্ত প্ল্যানগুলি বেছে নেওয়া শ্রেয়; আর বর্তমানে এই সুবিধা অনেক প্ল্যানেই পাওয়া যায়, তা সে আপনারা যে কোম্পানিরই গ্রাহক হন না কেন। তবে আপনাদের বাজেট যদি ৩০০ টাকার কাছাকাছি হয়, তাহলে আজ আমরা Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-র ডেইলি ২ জিবি অফারকারী কিছু সেরা প্রিপেইড রিচার্জ অপশনের কথা আপনাদের সাথে শেয়ার করব।

Jio গ্রাহকরা ৩০০ টাকার কমে রিচার্জ করতে পারেন এই ২টি প্ল্যান

১. Jio-র ২৪৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটিতে দৈনিক ২ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা মেলে। এর বৈধতা ২৩ দিন। অতিরিক্ত বেনিফিট বলতে এটির রিচার্জকারীরা কিছু জিও অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

২. Jio-র ২৯৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতেও প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। সাথে থাকে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস ফ্রি-তে ব্যবহারের সুযোগ। এছাড়াও এই প্ল্যানে জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema) ইত্যাদির সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Airtel-এর এই প্ল্যানগুলিতে মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা

১. Airtel-এর ৩১৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা পুরো এক মাস অর্থাৎ ৩০ দিন। সুবিধা বলতে এতে প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস/রোজ পাওয়া যায়। তাছাড়া এটি ফাস্ট্যাগ (FASTag)-এ ১০০ টাকার ক্যাশব্যাক এবং বিনামূল্যে উইঙ্ক (Wynk) মিউজিক সাবস্ক্রিপশন অফার করে।

২. Airtel-এর ৩৫৯ টাকার প্ল্যান: এই প্ল্যানেও দৈনিক ২ জিবি করে ডেটা উপভোগ করা যায়। সেই সঙ্গে মেলে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা। এরও ভ্যালিডিটি ১ মাস, যেখানে ২৮ দিনের জন্য এক্সট্রিম (Xtreme) অ্যাপের ফ্রি অ্যাক্সেস এবং ফাস্ট্যাগে ১০০ টাকার ক্যাশব্যাক টাকার ক্যাশব্যাকের মত এক্সট্রা বেনিফিট উপলব্ধ।

Vi-এর কানেকশন? রিচার্জ করুন এই প্ল্যান

আপনি যদি ভোডাফোন-আইডিয়া বা ভিআইয়ের গ্রাহক হন, তাহলে সংস্থার নতুন ৩১৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এতে অন্যান্য প্ল্যানগুলির অনুরূপ প্রতিদিন ২ জিবি ডেটা মিলবে। আবার এর সাথে পাওয়া যাবে উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা; প্ল্যানটির বৈধতা ৩১ দিন। এক্ষেত্রে এই প্ল্যানে কমপ্লিমেন্টারি ভিআই মুভিজ অ্যান্ড টিভি ক্লাসিক (Vi Movies & TV Classic)-এর বেনিফিটও দেবে ভিআই।