WhatsApp আনছে কামাল করা ফিচার, প্রথমে থাকবে প্রিয় মানুষদের চ্যাট

ক্রমাগত নতুন তথা কার্যকরী ফিচার যুক্ত করায় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সবচেয়ে বেশি জনপ্রিয়। মূলত ইউজারদের স্বাচ্ছন্দ্যের সাথে চ্যাট করার অভিজ্ঞতা প্রদান করতেই মেটা-মালিকাধীন এই অ্যাপ সময়ে সময়ে নতুন ফিচার রোলআউট করে থাকে। আজ জানা গিয়েছে, ইউজারদের জন্য এক সাথে ৫টি কন্টাক্ট চ্যাটকে কনভারসেশন উইন্ডোতে পিন করার বিকল্প নিয়ে চলে আসছে হোয়াটসঅ্যাপ। উল্লেখ্য, এই মেসেজিং প্ল্যাটফর্মে এখনো চ্যাট পিন করার সুবিধা বিদ্যমান আছে। কিন্তু বর্তমানে ৩টি চ্যাট পিন করা সম্ভব। তবে নতুন আপডেটের পর আমরা আগামী দিনে সর্বোচ্চ ৫টি গুরুত্বপূর্ণ কন্টাক্ট, যাদের সাথে দৈনিক কথাপোকথন চলে তাদের চ্যাট বক্সকে হোম উইন্ডোতে পিন করার অপশন পেয়ে যাবো। এই নতুন ফিচারকে খুব শীঘ্রই প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য চালু করা হবে।

চ্যাট পিন করার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo, এই আসন্ন ফিচারের আগমনের খবর প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে – হোয়াটসঅ্যাপ ইউজাররা শীঘ্রই তাদের কনভার্সেশন উইন্ডোতে ৫টি চ্যাটকে একত্রে পিন করার বিকল্প পাবেন। এক্ষেত্রে চ্যাটগুলি ব্যক্তিগত বা স্বতন্ত্র কোনো কন্টাক্টের হতে পারে, আবার একটি গ্ৰুপও হতে পারে। এক কথায় বললে, এই কার্যকরী আপডেটটি রোলআউট হলে তাড়াহুড়োর মুহূর্তে হাজারো চ্যাটের ভিড়ে দরকারি চ্যাট বক্সটি খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না হোয়াটসঅ্যাপ ইউজারদের।

WABetaInfo এই নয়া ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে, “কনভারসেশন উইন্ডোতে ক্রমবর্ধমান চ্যাট সংখ্যার কারণে, ইউজারদের অধিক সংখ্যক চ্যাট পিন করার বিকল্প দেওয়া হচ্ছে।” মূলত, একাধিক চ্যাটের মধ্যে থেকে প্রয়োজনীয় কন্টাক্টের চ্যাট বক্সকে যাতে আলাদা ভাবে সনাক্ত এবং সহজে অ্যাক্সেস করা যায় তার জন্যই এই ফিচারটি চালু করা হচ্ছে বলে জানা গেছে।

এইভাবে গুরুত্বপূর্ণ চ্যাট পিন করতে পারবেন কনভারসেশন উইন্ডোতে :

১. প্রথমেই হোয়াটসঅ্যাপের কনভারসেশন উইন্ডো থেকে একটি চ্যাট বক্সকে বেছে নিয়ে সেটির উপর লং-প্রেস করে থাকুন।

২. এরপর, উইন্ডোর উপরি ডান কোণে ডিলিট আইকনের পাশে পিন আইকন প্রদর্শিত হবে।

৩. পিন অপশনটিতে ট্যাপ করুন।

আপডেট রিলিজের পর এই একই ধাপ অনুসরণে সর্বোচ্চ ৫টি চ্যাট পিন করা যাবে।