পরীক্ষা শেষ, ভারতে লঞ্চ হল Jio 5G পরিষেবা, সেপ্টেম্বর কোয়ার্টারে আয় বাড়লো ২৮ শতাংশ

চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। লঞ্চের সাথে সাথেই দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি দেশের গ্রাহকদের দ্রুততম নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নানান পদক্ষেপ গ্রহন করেছে। ভারতী এয়ারটেল (Bharti Airtel) ইতিমধ্যেই দেশের আটটি শহরে ৫জি সাপোর্ট পৌঁছে দিতে সক্ষম হয়েছে। পিছিয়ে নেই রিলায়েন্স জিও (Reliance Jio)-ও। গত কয়েক সপ্তাহ বিটা (Beta) ট্রায়াল চালানোর পর আজ (২২ অক্টোবর) ভারতে আনুষ্ঠানিকভাবে রিলায়েন্স জিও তাদের ৫জি পরিষেবাটি চালু করেছে। দুই মাস আগের ঘোষণা মতোই, শনিবার দেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটরটি অবশেষে নতুন যুগের উচ্চ-গতির পরিষেবা চালু করেছে। জিও-এর চেয়ারম্যান আকাশ আম্বানি রাজস্থানে তাদের ৫জি পরিষেবাটি চালু করেছেন। এবছর, টেলকোটি দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করার লক্ষ্য স্থির করেছে।

দেশে চালু হল Jio-এর 5G পরিষেবা

আজ জিও -র বর্তমান চেয়ারম্যান আকাশ আম্বানি রাজস্থানের রাজসমন্দ শহরে স্থিত শ্রীনাথজি মন্দির থেকে তাদের ৫জি পরিষেবাটি চালু করেছেন। গত ২৯ আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতে জিও-এর ৫জি নেটওয়ার্ক লঞ্চের ঘোষণা করার সময় জানান যে, তারা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি শহর, তহসিল এবং তালুকে তাদের ৫জি নেটওয়ার্ক প্রসারিত করতে আগ্রহী। প্রসঙ্গত, গত জুন মাসে মুকেশ আম্বানি তার বড় ছেলে আকাশ আম্বানির হাতে কোম্পানির ব্যবসা হস্তান্তর করে, রিলায়েন্স জিওর বোর্ডের চেয়াম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, জিও ৫জি-এর লেটেস্ট সংস্করণটি হল স্ট্যান্ডঅ্যালোন ৫জি। সংস্থাটি ৫জি পরিকাঠামোতে প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে অনুমান করা হয়েছে। এই মাসের শুরুর দিকে, রিলায়েন্স জিও রাজধানী দিল্লির পাশাপাশি মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে 5G পরিষেবাগুলির বিটা ট্রায়াল শুরু করে। ট্রায়াল চলাকালীন ব্যবহারকারীরা ১ জিবিপিএস(Gbps)-এরও বেশি ডাউনলোডের গতি পেয়েছেন৷

এছাড়াও, কোম্পানির তরফে জানানো হয়েছে যে, গ্রাহকরা পর্যায়ক্রমে পুরো শহরেই ৫জি সিগন্যাল পেতে শুরু করবেন। কোম্পানি তাদের স্ট্যান্ডঅ্যালোন ৫জি প্রযুক্তিকে ‘Jio True 5G’ হিসেবে বাজারজাত করেছে। সম্প্রতি এই টেলিকম কোম্পানিটি গ্রাহক সংযোজন এবং এআরপিইউ (ARPU) প্রাপ্তি বৃদ্ধি করার ফলে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৪,৫১৮ কোটি টাকা আয় হয়েছে, যা তাদের মোট মুনাফায় ২৮ শতাংশ ইয়ার-অন-ইয়ার গ্রোথ কে নিশ্চিত করে।

উল্লেখ্য, জিও একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে যে, আগের অর্থবছরের একই সময়ে তাদের মোট মুনাফা ছিল ৩,৫২৮ কোটি টাকা। সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্স জিও ইনফোকম (RJIL)-এর কার্যক্রম থেকে রাজস্ব ২০.২ শতাংশ বেড়ে ২২,৫২১ কোটি টাকা হয়েছে যা আগের বছরে ১৮,৭৩৫ কোটি টাকা ছিল।