সুখবর, নতুন শহরে চালু হল Airtel ও Jio -এর 5G পরিষেবা

গত অক্টোবর মাসের শুরুতে ভারতে রোলআউট হয়েছে 5G নেটওয়ার্ক সার্ভিস। শুরুর দিকে ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম কোম্পানি Reliance Jio এবং Airtel এদেশের নির্বাচিত কয়েকটি শহরে এই পরিষেবা চালু করলেও, তারপর থেকে তারা একের পর এক শহরে ক্রমশ তাদের এই দ্রুতগতির নেট পরিষেবাকে সম্প্রসারিত করে চলেছে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ভারতের আরও একটি শহরে উপলব্ধ হয়েছে Airtel-এর 5G সার্ভিস। অর্থাৎ, এখন এদেশের মোট ১৩ টি শহরের বাসিন্দারা এয়ারটেলের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা (Airtel 5G Plus) ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। আবার অন্যদিকে, রাজস্থানের নাথদ্বারা মন্দিরের পর এবার দেশের আর-এক জায়গায় মিলবে জিও ট্রু ৫জি ওয়াই-ফাই (Jio True 5G-powered Wi-Fi) সার্ভিস। চলুন, বর্তমানে কোন কোন জায়গায় সংস্থাদ্বয়ের 5G পরিষেবার দেখা মিলবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

এবার লখনৌতে পাওয়া যাবে Airtel-এর 5G পরিষেবা

সম্প্রতি জানা গিয়েছে যে, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল হালফিলে লখনৌতে ৫জি পরিষেবা চালু করেছে। এর সুবাদে গোমতী নগর, হজরতগঞ্জ, আলিগঞ্জ, আইশবাগ, রাজাজিপুরম, আমিনাবাদ, জানকীপুরম, আলমবাগ, বিকাশ নগর সহ লখনৌয়ের আরও বেশ কয়েকটি জায়গার বাসিন্দারা বর্তমানে এয়ারটেলের দুরন্ত গতির ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করার সুযোগ পাবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধীরে ধীরে গোটা লখনৌ শহরের বাসিন্দারাই এই ‘রকেটের’ গতির নেট পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন। প্রসঙ্গত বলে রাখি, সবমিলিয়ে ভারতের মোট ১৩ টি শহরে বর্তমানে এয়ারটেলের ৫জি সার্ভিস উপলব্ধ রয়েছে – দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, নাগপুর, শিলিগুড়ি, লখনৌ, পাটনা, গুরুগ্রাম, বারাণসী, গুয়াহাটি এবং পানিপথ।

এয়ারটেল আরও জানিয়েছে যে, এই মুহূর্তে ভারতে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার দৌলতে ব্যবহারকারীরা ৪জি (4G)-র তুলনায় প্রায় ২০-৩০ গুণ দ্রুতগতির ইন্টারনেট অ্যাক্সেস করতে সক্ষম হবেন। তদুপরি, এর জন্য ইউজারদের কোনো ৫জি সিম কার্ডের প্রয়োজন হবে না। যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোম্পানির কোনো ৫জি প্ল্যান রোলআউট হয়নি, তাই ব্যবহারকারীরা তাদের ৪জি সিমে বিদ্যমান রিচার্জ প্ল্যান মারফতই এই বিদ্যুৎ গতির নেট পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। এর জন্য ইউজারদের কাছে কেবলমাত্র একটি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট থাকাই যথেষ্ট।

সম্প্রতি মধ্যপ্রদেশে চালু হয়েছে Jio-র 5G WiFi পরিষেবা

অন্যদিকে, ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও সম্প্রতি মধ্যপ্রদেশে (এমপি) ট্রু ৫জি-চালিত ওয়াই-ফাই (Jio True 5G-powered Wi-Fi) পরিষেবা চালু করেছে। হালফিলে মধ্যপ্রদেশে এই ওয়াই-ফাই সার্ভিসের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। উল্লেখ্য যে, গত ২২ অক্টোবর রাজস্থানের নাথদ্বারা মন্দিরে সর্বপ্রথম এই পরিষেবা চালু হয়েছিল, তবে এবার মধ্যপ্রদেশেও এই সার্ভিসের দেখা মিলবে। উল্লেখ্য যে, যদিও এই রাজ্যে এখনও জিও-র ৫জি মোবাইল পরিষেবা উপলব্ধ হয়নি; তবে সংস্থার তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই মধ্যপ্রদেশের বাসিন্দারা নিজেদের স্মার্টফোনে সংস্থার দ্রুতগতির ইন্টারনেট অ্যাক্সেস করতে সক্ষম হবেন।

চৌহান জানিয়েছেন যে, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩০ দিনেরও কম সময়ের মধ্যে ইন্দোর শহরে Jio-র True 5G পরিষেবা চালু করা হবে। তবে আপাতত রাজ্যের মহাকাল মহালোক ও মহাকালেশ্বর মন্দিরে Jio-র 5G চালিত ওয়াই-ফাই পরিষেবা উপলব্ধ রয়েছে। এই প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নয়া সার্ভিসটি পরখ করে দেখার জন্য ইউজারদের কাছে কোনো 5G স্মার্টফোন কিংবা 5G সাপোর্টেড ডিভাইস থাকার প্রয়োজন নেই। এক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে কেবলমাত্র এমন একটি ডিভাইস থাকলেই চলবে যেটিকে ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায়।