OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোন এবার ভারতে আসছে, দেখা গেল Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে

শীঘ্রই ভারতসহ বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, OnePlus Bullets Wireless Z2 । এটি ২০২০ সালে লঞ্চ হওয়া OnePlus Bullets Wireless Z ইয়ারফোনের উত্তরসূরী। আসন্ন মডেলটি বেশকিছু আপগ্রেড সহ আসতে চলেছে। তবে লঞ্চের আগে এখন এই আপকামিং ইয়ারফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG ) থেকে ছাড়পত্র লাভ করলো। এর থেকেই স্পষ্ট, খুব শীঘ্রই ইয়ারফোনটি বিশ্ববাজারে পা রাখতে চলেছে।

এদিকে টিপস্টার মুকুল শর্মা MySmartPrice কে জানিয়েছেন, ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড ২ ইয়ারফোনটি মার্চ কিংবা এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। এমনকি মার্চের শুরুতেই এটির আত্মপ্রকাশ ঘটলে অবাক হওয়ার কিছু নেই বলে তিনি জানিয়েছেন।

এখানে জানিয়ে রাখি, ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে ওয়ানপ্লাস- এর নতুন ইয়ারফোনটিকে E305A মডেল নম্বর সহ দেখা গেছে। এখান থেকে জানা গেছে, ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ ইয়ারফোনটি ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাথে আসছে।

তবে এর থেকে বেশি এখনও পর্যন্ত ইয়ারফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা যায়, আগামী কিছুদিনের মধ্যেই OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোনটির দাম এবং স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য আমাদের সামনে আসবে।