Airtel গ্রাহকদের জন্য সুখবর, এবার আপনার ফোনেই পাবেন Apple TV+ পরিষেবা

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেট Bharti Airtel সম্প্রতি টেক জায়ান্ট Apple-এর সাথে হাত মিলিয়েছে। এরফলে সংস্থাটি ব্রডব্যান্ড এবং পোস্টপেড প্ল্যানের গ্রাহকদের Apple Music এবং Apple…

Bharti Airtel Partnership With Apple Tv Plus For Their Subscribers Plan Price All You Need To Know

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেট Bharti Airtel সম্প্রতি টেক জায়ান্ট Apple-এর সাথে হাত মিলিয়েছে। এরফলে সংস্থাটি ব্রডব্যান্ড এবং পোস্টপেড প্ল্যানের গ্রাহকদের Apple Music এবং Apple TV+ উপভোগ করার সুযোগ দেবে। মূলত এই Apple TV+ হলো একটি ওটিটি কন্টেন্ট প্ল্যাটফর্ম, যার স্বতন্ত্র সাবস্ক্রিপশন ফি প্রতি মাসে 99 টাকা। তবে এখন Airtel ব্যবহারকারীরা 7 দিনের জন্য এটি বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাবে। জানিয়ে রাখি, Apple TV+ অ্যাপে Ted Lasso এবং The Morning Show-এর মতো বেশকিছু বিশ্বব্যাপী জনপ্রিয় কনটেন্ট দেখার সুযোগ পাওয়া যায়, যেগুলি প্রযোজনা করে স্বয়ং Apple সংস্থাটি। জানিয়ে রাখি, Apple Music উপভোগ করতে গেলে ভারতীয় গ্রাহকদের প্রতি মাসে Apple TV + এর মতোই সম পরিমাণ টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, Apple TV + পরিষেবা ব্রডব্যান্ড এবং পোস্টপেড প্ল্যানের সাথে অন্তর্ভুক্ত করা হবে, তবে উইঙ্ক মিউজিক ব্যবহারকারীদেরও Apple Music শোনার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ উইঙ্ক মিউজিকের প্রিমিয়াম ব্যবহারকারীরা
Apple Music-ও শুনতে পারবেন, যা তাদের সর্বোচ্চ মানের সংগীত এবং পডকাস্ট স্ট্রিম করার অনুমতি দেবে। তবে, এই সুবিধাগুলি এখনই পাওয়া যাবে না, এর জন্য ব্যবহারকারীদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে। কারণ, এই মুহূর্তে সংস্থাগুলির তরফ থেকে এই বিষয়েটির ঘোষণা করা হয়েছে মাত্র।

জানিয়ে রাখি মোবাইল অ্যাপের মাধ্যমে এখন এয়ারটেলের উইঙ্ক মিউজিক প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাচ্ছে মাত্র 79 টাকায়, যা অ্যাপল মিউজিক-এর 99 টাকার সাবক্রিপশনের চেয়েও সস্তা। তাই আগামী দিনে এই সুবিধাগুলি গ্রাহকদের কাছে কি ভাবে এবং কত দামে সরবরাহ করা হয়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করে থাকতেই হবে।

এদিকে এই প্রথম কোনো ভারতীয় টেলিকম অপারেটর তাদের গ্রাহকদের Apple-এর বিনোদন পরিষেবাগুলি অফার করছে। তাই এই টেলকোটিকে অনুসরণ করে আগামী দিনে ভারতের অন্যান্য টেলিকম অপারেটরগুলিও এই ধরনের অংশীদারিত্বের ঘোষণা করলে অবাক হওয়ার কিছুই নেই। এই প্রসঙ্গে Airtel জানিয়েছে যে, Apple এর পরিষেবাগুলি চলতি বছরের শেষের দিকে সকল গ্রাহকরা উপভোগ করতে পারবে।