সবচেয়ে সস্তা প্ল্যান বন্ধ করল Airtel, সিম সক্রিয় রাখতে 36 কোটি গ্রাহককে বেশি টাকার রিচার্জ করতে হবে

Airtel গ্রাহকদের মাথায় হাত! বন্ধ হয়ে গেল ৯৯ টাকা দামী প্ল্যান, ফোনালাপের জন্য গুনতে হবে বেশি টাকা।

ফের নিজের গ্রাহকদের বড়সড় ধাক্কা দিল Bharti Airtel। গত নভেম্বর থেকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটির পরিষেবা বন্ধ করে দেওয়ার পর, সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি পুরো ২২টি সার্কেল থেকে ৯৯ টাকা দামের প্রিপেইড প্ল্যানটি রিমুভ করে দিয়েছে। ফলত, Airtel-এর সিম ব্যবহারকারীদের নূন্যতম রিচার্জ করতে হলেও এখন থেকে বেশি টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে Airtel কোম্পানির ৩৬০ মিলিয়নেরও বেশি এ অ্যাক্টিভ ইউজারবেস রয়েছে। আর এই সংখ্যাকে কাজে লাগিয়ে গ্রাহক পিছু গড় আয় বা ARPU বাড়াতেই সংস্থা ৯৯ টাকার প্ল্যানটিকে গায়েব করে দিয়েছে! এক্ষেত্রে গ্রাহকদের এন্ট্রি-লেভেল প্ল্যানের জন্য ৫৬ টাকা বেশি দিয়ে ১৫৫ টাকার (৯৯+৫৬ টাকা) রিচার্জ করতে হবে।

চার মাস আগে থেকে বেসিক ট্যারিফ শুল্ক বাড়াতে শুরু করে Airtel

গত নভেম্বরে ওড়িশা এবং হরিয়ানা সার্কেল থেকে ৯৯ টাকার প্ল্যানটি রিমুভ করে এয়ারটেল। এরপর জানুয়ারিতে ৭টি জায়গায় এবং ফেব্রুয়ারিতে মহারাষ্ট্র, কেরালাসহ মোট ১৯টি সার্কেলেও বেসিক রিচার্জের খরচ বাড়ে। কিন্তু তারপরেও ২২টি টেলিকম সার্কেলের মধ্যে কলকাতা, গুজরাট এবং মধ্যপ্রদেশের গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারছিলেন। কিন্তু এখন এই ৩টি সার্কেলকেও বিদায় জানিয়েছে এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যান। এই পদক্ষেপের জেরে চলতি অর্থ বর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার এআরপিইউ ৩% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

১৫৫ টাকা দিয়ে রিচার্জ করলে মিলবে বেশি বেনিফিটও

একদিকে যেমন ১৫৫ টাকা দিয়ে রিচার্জ করতে হলে এয়ারটেল গ্রাহকদের আগের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হবে, ঠিক তেমনি নতুন বেসিক প্ল্যানে মিলবে বেশি সুবিধাও। নভেম্বরে ট্রায়াল শুরু হওয়া এই ১৫৫ টাকার প্ল্যানে ২৪ দিনের বৈধতায় আনলিমিটেড কল, ৩০০টি এসএমএস এবং ১ জিবি ডেটা পাওয়া যায়। সাথে থাকে ফ্রি Wynk Music এবং Hellotunes-এর অ্যাক্সেস।

অন্যদিকে আগে ৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে মাত্র ২০০ এমবি ডেটা, ৩০০টি এসএমএস এবং মিনিট পিছু ২.৫ পয়সা রেটে কলের সুবিধা মিলত; যদিও এই প্ল্যানের বৈধতা ছিল ২৮ দিন। সেক্ষেত্রে নতুন প্ল্যানটি যে বেশি সুবিধাজনক তাতে সন্দেহ নেই, তবে যারা এয়ারটেলকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য এটি অবশ্যই ব্যয়বহুল!

এই মুহূর্তে ২৫০টিরও বেশি শহরে উপলব্ধ Airtel 5G সার্ভিস

একদিকে যেমন এয়ারটেল নিজের ট্যারিফ শুল্ক বাড়িয়েছে, তেমনই অন্যদিকে দেশের ২৬৫টি শহরে পৌঁছেছে এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) নেটওয়ার্ক। মার্চ মাসের শেষের দিকে, সংস্থাটি পুরো ৩০০টি শহরে এই পরিষেবা চালু করতে পারে বলে শোনা যাচ্ছে।