Airtel-এর বিশেষ উপহার: এবার বৈষ্ণো দেবীর ভক্তরা ফ্রি-তে পাবেন হাই স্পিড 5G সার্ভিস

গত অক্টোবরে দেশে 5G চালু হওয়ার পর থেকেই একটু একটু পরিষেবার কভারেজ বাড়াচ্ছে Bharti Airtel এবং Reliance Jio। তবে এই পদক্ষেপের মাধ্যমেই এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অর্থাৎ Airtel, মা বৈষ্ণো দেবীর ভক্তদের বিশেষ উপহার দিয়েছে বলে মনে হচ্ছে। আসলে এই টেলকো অতিসম্প্রতি জম্মু ও কাশ্মীরের আরো কিছু অংশে 5G নেটওয়ার্ক চালু করেছে যার মধ্যে রয়েছে অনন্তনাগ, বারামুল্লা, রাজৌরি এবং কাটরার মত শহর। আর কাটরা শহরেই মা বৈষ্ণো দেবীর বিখ্যাত মন্দির রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৈষ্ণোদেবীতে নেটওয়ার্ক এবং ডেটা ব্যবহারের সমস্যা দীর্ঘদিনের; তবে Airtel এখন এই জায়গায় Airtel 5G Plus পরিষেবা চালু করায় বৈষ্ণো দেবীর ভক্তরা এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন এবং তারা স্বচ্ছন্দে ফোন কল, ইন্টারনেট সার্ফিং ইত্যাদি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরের এইসব অঞ্চলে 5G চালু হয়েছে

বলে রাখি, এর আগে জম্মু ও কাশ্মীরের জম্মু, শ্রীনগর, সাম্বা, কাঠুয়া, উধমপুর, আখনুর, কুপওয়ারা, লক্ষনপুর এবং খৌরের মত ৯টি এলাকায় এয়ারটেলের ৫জি পরিষেবা লাইভ হয়েছিল। তবে এখন এই পরিষেবা আরো চারটি শহরে উপলব্ধ হয়েছে। সব মিলিয়ে এবার থেকে ভারতের ভূস্বর্গ অংশের মোট ১৩টি জায়গায় এয়ারটেল ৫জি প্লাস সার্ভিস মিলবে।

এক্ষেত্রে এই শহরগুলির এয়ারটেল গ্রাহকরা অত্যন্ত দ্রুত গতির নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। সংস্থার দাবি অনুযায়ী, এই ৫জি পরিষেবার মাধ্যমে বিদ্যমান ৪জি (4G)-র থেকে ২০ থেকে ৩০ গুণ হাই স্পিড পাওয়া যাবে। ফলে ইউজাররা চোখের পলকে হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, গেমিং, চ্যাটিং, ফটো আপলোড ইত্যাদি কাজ সেরে ফেলতে পারবেন।

Airtel 5G Plus পরিষেবা ব্যবহারের খরচ

এয়ারটেল এখনও পর্যন্ত আলাদা করে কোনো ৫জি রিচার্জ প্ল্যান চালু করেনি; ফলত ৪জি সিম এবং প্ল্যানগুলিতেই এখন এই পরিষেবা মিলবে। তবে এর জন্য আগ্রহীদের নূন্যতম ২৩৯ টাকার বেসিক রিচার্জ করতে হবে। এছাড়া স্মার্টফোন ৫জি ফিচারযুক্ত হলে তবেই এর স্বাদ পরখ করা যাবে।