এ কী করল Airtel! রিচার্জে পাবেন আনলিমিটেড ডেটা-কল, সাথে 22টির বেশি OTT ফ্রি

রিচার্জ খরচ বাড়ানোর পর এবার Airtel এমন কিছু প্ল্যান অফার করছে, যেগুলিতে ডেটা ও বিনোদনের ভরপুর জোগান মিলবে। দেখুন লিস্ট।

Bharti Airtel Top 3 Plans With Unlimited Data And More Than 22 Ott Subscription

ট্যারিফ খরচ এক ধাক্কায় অনেকটা বাড়ালেও, ভারতীয় টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের সর্বোত্তম সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ফলত এইসব নেটওয়ার্ক অপারেটরদের রিচার্জ প্ল্যানেও বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি Bharti Airtel-এর গ্রাহক হন এবং রিচার্জে প্রচুর ডেটার সাথে বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন চান, তবে কোম্পানির কাছে কিন্তু কিছু দুর্দান্ত বিকল্প রয়েছে। যেমন, এখানে আমরা Airtel-এর তিনটি সেরা ট্রু-আনলিমিটেড প্ল্যান সম্পর্কে কথা বলব, যেগুলি অফুরন্ত ডেটা ও 22টিরও বেশি ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেবে।

এই তিনটি Airtel প্ল্যান কিন্তু জবরদস্ত

১. 409 টাকার Airtel প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সুবিধা বলতে এতে কোম্পানি প্রতিদিন 2.5 জিবি ডেটা, 5 টাকার টকটাইম, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি এসএমএস অফার করে। এছাড়া মেলে আনলিমিটেড 5জি ডেটাও। এছাড়া প্রথমেই যেমন বলেছি, প্ল্যানটি রিচার্জে Airtel Xtreme Play Premium-এর অ্যাক্সেস পাবেন, যাতে করে একসাথে 22টিরও বেশি ওটিটি অ্যাপ্লিকেশন উপভোগ করা যাবে।

২. 449 টাকার Airtel প্ল্যান: এই প্ল্যানে 28 দিনের বৈধতায় রোজ 3 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে এসএমএস অফার করছে। এটিও আগের প্ল্যানটির অনুরূপ ফ্রি ওটিটি বেনিফিটের সাথে আসে।

৩. 979 টাকার Airtel প্ল্যান: এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। বেসিক বেনিফিট বলতে এতে আনলিমিটেড কলিং প্রতিদিন 2 জিবি ডেটা ও 100টি করে এসএমএসের সুবিধা পাওয়া যায়। এছাড়া অন্য দুটি রিচার্জ প্ল্যানের মতো, এই প্ল্যানেও বিনামূল্যে মেলে আনলিমিটেড 5জি ডেটা এবং Airtel Xtreme Play Premium থুড়ি 22টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন।