107 টাকায় 35 দিন ভ্যালিডিটি, BSNL-এর এই প্ল্যানের কাছে কুপোকাত Airtel, Jio, Vi

মূল্যবৃদ্ধির এই জমানায় মোবাইল রিচার্জ করাও বেশ একটা অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফোন কল, এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে মোটা টাকা – বিশেষত মাসিক প্ল্যান রিচার্জ করার ক্ষেত্রে। তবে এই সময়েও প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাহকদের সমস্ত ধরণের চাহিদা অনুযায়ী রিচার্জ প্ল্যানের ভ্যারাইটি অফার করছে BSNL বা Bharat Sanchar Nigam Limited, তাও আবার সস্তাতেই। তাই কেউ যদি বর্তমান সময়ে রিচার্জের জন্য তেমন খরচ না করেও দুটি সিম রাখতে চান, তাহলে এই সরকারি টেলিকম সংস্থার কানেকশন বিকল্প হিসেবে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যেমন, আপনি যদি নিজের BSNL নম্বর সক্রিয় রাখার জন্য খুব সস্তা প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে সংস্থার ১০৭ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এতে আপনার ভ্যালিডিটি, কল বা ইন্টারনেট বেনিফিট নিয়ে কোনো অভিযোগ থাকবেনা।

১০৭ টাকার BSNL প্ল্যানের বেনিফিট

সেকেন্ডারি কানেকশন হিসেবে বিএসএনএল ব্যবহার করলে ১০৭ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। প্রথমত, এই প্ল্যানটি ৩৫ দিনের বৈধতার সাথে আসে। আবার এতে আপনি লোকাল এবং এসটিডি কলিংয়ের জন্য ২০০ মিনিট ফ্রি পাবেন, মিলবে ৩ জিবি ডেটাও। শুধু তাই নয়, এক্সট্রা বেনিফিট হিসেবে এটি বিনামূল্যে বিএসএনএল টিউন সেট করার সুবিধা দেবে।

তুলনামূলকভাবে Jio, Airtel-দের থেকে বেশি সাশ্রয়ী BSNL-এর এই প্ল্যান

১০০ টাকার কাছাকাছি দামে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-ও রিচার্জ প্ল্যান অফার করে। যদিও সুবিধার নিরিখে সেগুলি তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং সেকেন্ডারি অপশন হিসেবে ততটাও লাভদায়ক নয়। যেমন বর্তমানে জিওর ১১৯ টাকার একটি প্ল্যান আছে, যা বেশি ডেটা ব্যবহারকারীদের হঠাৎ প্রয়োজনে কাজে লাগতে পারে। কারণ এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সাথে ৩০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। কিন্তু এর বৈধতা মাত্র ১৪ দিন।

এক্ষেত্রে নম্বর সচল রাখতে ভোডাফোন আইডিয়া বা ভিআইয়ের ৯৮ টাকার প্ল্যানটিও বেশ ভালো। এটি বিএসএনএল প্ল্যানের থেকে সস্তা, আর এতে ২০০ এমবি ডেটা এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। তবে মুশকিল হচ্ছে যে এই ভোডাফোন প্ল্যান কোনো এসএমএস বেনিফিট দেয়না, তাছাড়া এর বৈধতাও মাত্র ১৪ দিন। এদিকে এয়ারটেলের বেস প্ল্যান সবচেয়ে দামী। এই সংস্থার ‘ট্রুলি আনলিমিটেড’ (Truly Unlimited) প্ল্যানের দাম শুরু হয় ১৫৫ টাকা থেকে। এতে ২৪ দিনের বৈধতায় ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০টি ফ্রি এসএমএস পাওয়া যায়। সাথে থাকে উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন।

অতএব স্পষ্টতই দেখা যাচ্ছে যে, খরচ থেকে শুরু করে ভ্যালিডিটি, কল-ডেটা ইত্যাদি পরিষেবার গড় নিরিখে বিএসএনএল প্ল্যানটিই সস্তায় পুষ্টিকর! বেশি, ডেটা বা কলের প্রয়োজন হলে আপনি প্রাইভেট টেলকোগুলির এই তিন প্ল্যান বেছে নিতে পারেন।