Vi One: এক প্ল্যানেই মোবাইল, ব্রডব্যান্ড ও ওটিটি সুবিধা, ভোডাফোন আইডিয়া আনল নতুন পরিষেবা

Vi One-এর এর অধীনে যে চারটি প্ল্যান লঞ্চ করা হয়েছে, সেগুলি হল ২১৯২ টাকা , ৩১০৯ টাকা, ৮৩৯০ টাকা এবং ১২১৫৫ টাকার প্ল্যান

Vodafone Idea তাদের গ্রাহকদের জন্য নতুন কম্বো প্ল্যান নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে Vi One। গ্রাহকেরা এই প্ল্যানের অধীনেই ফাইবার, প্রিপেড ও OTT (ওভার দ্য টপ)-এর মতন একাধিক পরিষেবা উপভোগ করতে পারবেন। আর ইতিমধ্যেই টেলকোটির এই নতুন আইডিয়াটি তার ব্যবহারকারীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই Vi One-এর প্ল্যানগুলি শুরু হচ্ছে ২১৯২ টাকা থেকে। বর্তমানে কোম্পানি এইধরনের কেবলমাত্র চারটি প্ল্যান অফার করছে। তবে দুঃখের বিষয় এই যে, এরমধ্যে একটিও প্ল্যান কাস্টমাইজ করা যাবে না। চলুন Vi One-এর এই চারটি প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলি দেখে নেওয়া যাক।

Vi One প্ল্যান গুলি কি কি

ভোডাফোন আইডিয়ার তরফে ভিআই ওয়ান-এর অধীনে যে চারটি প্ল্যান লঞ্চ করা হয়েছে, সেগুলি হল ২১৯২ টাকা , ৩১০৯ টাকা, ৮৩৯০ টাকা এবং ১২১৫৫ টাকার প্ল্যান।

Vi One-এর ২১৯২ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়া ২১৯২ টাকায় একটি প্রিপেড সিম অফার করছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯৩ দিন। আর এর সাথে গ্রাহকেরা পাবেন প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং, ২ জিবি দৈনিক ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। এর সাথেও ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে Binge All Night-এর সুবিধা দেওয়া হবে।

এই প্ল্যানে অন্তর্ভুক্ত ফাইবার পরিষেবায় ৪০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যাবে। তাছাড়াও এতে ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, ভিআই মুভিজ অ্যান্ড টিভি ভিআইপি এবং জি ফাইভ-এর ৯০ দিনের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Vi One-এর ৩১০৯ টাকার প্ল্যান

ভিআই ওয়ান-এর অধীনে ৩১০৯ টাকার প্ল্যানটিতে একটি প্রিপেড সিম পাওয়া যাবে। এখানে গ্রাহকেরা আনলিমিটেড কল, দৈনিক ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। আর আগের প্ল্যানের মতোই এখানেও বিঞ্জ অল নাইটের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা বিশিষ্ট একটি ফাইবার কানেকশনও পেয়ে যাবেন।

২১৯২ টাকার প্ল্যানের মতোই এর ভ্যালিডিটিও ৯৩ দিন। আর এর গ্রাহকরা ৯০ দিন ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, ভিআই মুভিজ অ্যান্ড টিভি ভিআইপি এবং জি ফাইভ-এর মতন অ্যাপগুলি অ্যাক্সেস করতে পারবেন।

Vi One-এর ৮৩৯০ টাকার প্ল্যান

ভিআই ওয়ান এর আগের দুটি প্ল্যানের মতো এখানেও গ্রাহকেরা বিঞ্জ অল নাইট-এর সুবিধা পাবেন। পাশাপাশি ২ জিবি দৈনিক ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল সহ একটি প্রিপেইড সিম দেওয়া হবে। এছাড়াও গ্রাহকেরা এই প্ল্যানে অন্তর্ভুক্ত ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে ৪০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।

এছাড়াও, ওটিটি সুবিধা গুলির মধ্যে রয়েছে ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ , ভিআই মুভিজ অ্যান্ড টিভি ভিআইপি এবং জি ফাইভের এক বছরের সাবস্ক্রিপশন। আর এই প্ল্যানটির ভ্যালিডিটি হলো ৩৬৮ দিন।

Vi One-এর ১২১৫৫ টাকার প্ল্যান

ভিআই ওয়ান এর ১২১৫৫ টাকার প্ল্যানে একটি প্রিপেইড সিম দেওয়া হবে, যেটি ব্যবহারকারীকে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি এসএমএস অফার করবে। এছাড়াও, এর সাথে ব্রডব্যান্ড কানেকশনও পাওয়া যাবে, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। আর বাকি প্ল্যানগুলির মতোই এটিতেও বিঞ্জ অল নাইটের সুবিধা পাওয়া যাবে।

এই প্ল্যানটির ভ্যালিডিটি হলো ৩৬৮ দিন। এছাড়াও এটিতে গ্রাহকেরা পাবেন ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ , ভিআই মুভিজ অ্যান্ড টিভি ভিআইপি এবং জি ফাইভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলির এক বছরের সাবস্ক্রিপশন।