গ্রামেও পাওয়া যাবে BSNL 4G পরিষেবা, বসানো হচ্ছে ১ লাখের বেশি টাওয়ার

প্রায় ২৫,০০০ প্রত্যন্ত গ্রামে আসছে BSNL 4G নেটওয়ার্ক

4G চালুর লক্ষ্যে সারা দেশে ১ লাখেরও বেশি মোবাইল টাওয়ার বসাচ্ছে Bharat Sanchar Nigam Limited বা BSNL। টাওয়ার বসানোর জন্য নির্ধারিত জায়গাগুলির সংস্থাকে কোনো অর্থ দিতে হবে না। জন্য সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই খবর জানিয়েছেন। প্রায় ২৫,০০০ প্রত্যন্ত গ্রামে BSNL 4G পরিষেবা পৌঁছে যাবে। মঙ্গলবার টেলিকম দফতরের তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। জনজাতীয় গৌরব দিবসে টেলিকম দফতরের তরফে জানানো হয়েছে এর ফলে বিভিন্ন আদিবাসী গ্রামে হাই স্পিড মোবাইল কানেক্টিভিটি পৌঁছে যাবে। ফলে দেশের বিপুল সংখ্যক আদিবাসী মানুষ 4G নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

টেলিকম দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “স্যাচুরেশন স্কিমের অধীনে দেশের ২৪,৬৮০টি গ্রামে 4G মোবাইল পরিষেবা পৌঁছে যাবে। BSNL এই প্রকল্পের কাজ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করবে।” টেলিকম দফতরের তরফে জানানো হয়েছে এই জন্য মোট ২,৩৪৩টি মোবাইল টাওয়ার বসানো হবে। লেফট উইং এক্সট্রিমিজম (LWE)-I স্কিমের অধীনে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে পাওয়া জমিতে এই টাওয়ারগুলি বসানো হবে। বিবৃতিতে আরও জানানো, “LWE-II স্কিমের অধীনে আরও ২,৫৪২টি নতুন মোবাইল টাওয়ার বসানো হবে।” কেন্দ্রীয় প্রকল্পের অধীনে দেশের মোট ৭,৭৮৯টি গ্রামকে মোবাইল কানেক্টিটিভিটি অধীনে আনার লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র।

প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, “আমি বিষয়টি জানাতে পেরে খুবই আনন্দিত যে খুব শীঘ্রই 4G নেটওয়ার্ক চালু করা হবে এবং ভারতের প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়র এবং বিজ্ঞানীরা এই পুরো কাজটি করেছেন। আমরা 4G-র জন্য যে প্রযুক্তি তৈরি করেছি তার জন্য গোটা বিশ্বে আমাদের প্রশংসা হচ্ছে। আমাদের তৈরি প্রযুক্তির মধ্যে রয়েছে কোর নেটওয়ার্ক, রেডিয়ো নেটওয়ার্ক এবং টেলিকম ইক্যুইপমেন্ট।”

এদিকে চলতি বছরেই দেশে BSNL 4G পরিষেবা শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে জানানো হয়েছে ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দেশে BSNL 4G পরিষেবা শুরু হয়ে যাবে। এই কাজে BSNL – কে সাহায্য করবে টিসিএস (TCS)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 4G পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। যদিও 4G লঞ্চের কয়েক মাসের মধ্যেই দেশে 5G মোবাইল নেটওয়ার্ক লঞ্চের পরিকল্পনা করছে BSNL।