bsnl 5 cheapest prepaid plans for recharge at now jio airtel price hike check list

Recharge Plan: খরচ বেড়েছে জিও, এয়ারটেলদের, সস্তা রিচার্জ করতে হলে বেছে নিন এই পাঁচ প্ল্যান

রিচার্জের খরচ এক লাফে বেড়ে যাওয়ায় এই মুহূর্তে গোটা দেশই সরগরম – রিলায়েন্স জিও থেকে শুরু করে ভারতী এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (ভিআই)-এর মতো প্রধান তথা প্রাইভেট টেলিকম অপারেটরগুলি তাদের ট্যারিফ শুল্ক ২৫% অবধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়, সাধারণ মানুষ যে ঠিক কী করবেন তা বুঝে উঠতে পারছেননা। তবে এই অবস্থায় সরকারি সংস্থা বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড অনেকের কাছেই ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন, আপনিও যদি বিশাল অঙ্কের রিচার্জ থেকে বাঁচতে বিএসএনএলের হাত ধরতে চান, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য।

আসলে এখানে আমরা রাষ্ট্রায়ত্ত অপারেটরটির এমন কিছু লাভজনক প্ল্যান সম্পর্কে কথা বলব, যেগুলি সম্পর্কে জানলে আপনি রিচার্জের খরচ কতটা সাশ্রয় করতে পারবেন তা ভেবে নিশ্চিন্ত হতে পারবেন! তো আসুন, ঝটপট দেখে নিই তালিকা।

এখন বিএসএনএলের সিম নিলে রিচার্জ করতে পারবেন এই সস্তা প্ল্যানগুলি

১. বিএসএনএলের ১০৭ টাকার প্ল্যান: এই প্ল্যানে, ৩৫ দিনের বৈধতায় ৩ জিবি ফোরজি ডেটা এবং ২০০ মিনিট ভয়েস কল পাওয়া যায়।

২. বিএসএনএলের ১০৮ টাকার প্ল্যান: সংস্থার এই প্ল্যান ফার্স্ট রিচার্জ কুপন (এফআরসি) নামে পরিচিত যা ২৮ দিনের মেয়াদে রোজ আনলিমিটেড কল এবং ১ জিবি ৪জি ডেটা অফার করে। যদিও শুধুমাত্র নতুন গ্রাহকরাই এটি রিচার্জ করতে পারবেন।

৩. বিএসএনএলের ১৯৭ টাকার প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি ৭০ দিন। তবে এটি রিচার্জ করলে প্রথম ১৮ দিনের জন্য রোজ ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএসের বেনিফিট মিলবে। বাকি বৈধতায় কলিং, ডেটা ইত্যাদি সুবিধা পেতে আলাদা রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে বিএসএনএলের এই প্ল্যানকে যদি জিওর ১৯৯ টাকার প্ল্যানের সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে জিও ১৮ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ১.৫ জিবি ৫জি ডেটা, আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা দেয়।

৪. বিএসএনএলের ৩৯৭ টাকার প্ল্যান: এই প্ল্যানের মোট ভ্যালিডিটি ১৫০ দিন। এটি রিচার্জ করলে প্রথম ৩০ দিন আনলিমিটেড কল, রোজ ২ জিবি ৪জি ডেটা এবং ১০০টি এসএমএস উপভোগ করা যাবে। অন্যদিকে জিও বর্তমানে ৩৪৯ টাকায় ২৮ দিনের মেয়াদে রোজ ২ জিবি ৫জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা অফার করে।

৫. বিএসএনএল ১,৯৯৯ টাকার প্ল্যান: এই বিএসএনএল রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। এতে পুরো বৈধতার জন্য আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৬০০ জিবি ও রোজ ১০০টি এসএমএসের বেনিফিট মেলে। সাথে থাকে বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, জিং মিউজিক ইত্যাদি তৃতীয় পক্ষের পরিষেবাগুলির ফ্রি সাবস্ক্রিপশন।