Telecom

BSNL এর সিম কেনার হিড়িক, ২০ দিনে বিক্রি ছাড়ালো ১ লক্ষ সিম

সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল অন্ধপ্রদেশে মাত্র ২৩ দিনে ১ লক্ষ সিম সক্রিয় করার মাইলফলক অতিক্রম করেছে। শনিবার বিএসএনএল অন্ধ্রপ্রদেশ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি পোস্ট করে এই তথ্যটি সকলের সাথে ভাগ করে নিয়েছে। যদিও, এই অ্যাক্টিভেশনগুলি সরাসরি করা হয়েছে নাকি এমএনপির মাধ্যমে হয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিএসএনএল-এর কাছে বর্তমানে ভারত জুড়ে ৪জি কভারেজ নেই। কিন্তু বহুদিন আগেই ভারতের তিনটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ব্যবহারকারীদের আনলিমিটেড ৪জি পরিষেবা প্রদান করা শুরু করেছে। যার মধ্যে প্রধান দুটি বেসরকারি সংস্থা ব্যবহারকারীদের ৫জি সুবিধাও অফার করছে। এরপরেও বিএসএনএল জুলাই মাসের শুরুতে রিচার্জ ট্যারিফ সংশোধনের পর গ্রাহক আকর্ষণের জন্য তাদের প্ল্যানগুলিকে আরো সস্তা এবং আকর্ষণীয় হিসেবে প্রচার করছে।

সিএনবিসির একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, সরকার ২৪শে জুলাই সংসদে জানিয়েছিল যে, দেশ জুড়ে বিএসএনএল ৪জি পরিষেবা চালু করতে এখনো ১বছর সময় লাগতে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটরটি ২০২৫ সালের জুনের মধ্যে ৪জি নেটওয়ার্ক স্থাপনের কাজ শেষ করতে পারে। উল্লেখ্য, বিএসএনএল এখনো পর্যন্ত ১ লক্ষ সাইট স্থাপনের লক্ষ্যমাত্রার মধ্যে শুধুমাত্র ১,০০০টি সাইট সক্রিয় করেছে।

এদিকে, বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্টে বিএসএনএলের এক সিনিয়ার আধিকারিক জানিয়েছেন যে, বিএসএনএল ইতিমধ্যেই প্রায় ১২,০০০ হাজার ৪জি টাওয়ার ইন্সটল করেছে। আর ২০২৪ সালের শেষ নাগাদ তারা দেশজুড়ে ৪জি পরিষেবা প্রদান করা শুরু করে দেবে তারা এবং পরের বছরের শুরু থেকে তাদের ৫জি পরিষেবাও চালু হয়ে যাবে। রিপোর্ট অনুসারে, বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো চারটি মেট্রো শহরে বিএসএনএল-এর ৪জি সাইট রয়েছে। এছাড়াও, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, জয়পুর, লখনও, রায়পুর এবং চণ্ডীগড় সহ বেশিরভাগ রাজ্যের রাজধানীতে বিএসএনএল সাইটগুলি অ্যাক্টিভ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অফিসিয়াল ডিপার্টমেন্ট অফ টেলিকম অর্থাৎ ডট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি ৫জি রেডি বিএসএনএল সিম কার্ডের ছবি শেয়ার করে এই ইঙ্গিত দিয়েছে যে, বিএসএনএল জোর কদমে ৪জি/৫জি পরিষেবা রোল আউটের প্রস্তুতি শুরু করেছে। আর শীঘ্রই গ্রাহকেরা বিএসএনএলের ৪জি/৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Puja Mondal

Share
Published by
Puja Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago