৮৪ দিন ধরে রোজ ৫ জিবি ইন্টারনেট ডেটা, BSNL এর মতো সুবিধা দিতে ব্যর্থ Jio, Airtel

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে চলতি বছরের ১৫ই আগস্ট 4G পরিষেবা রোলআউটের আশ্বাস দিলেও, শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রাখতে ফের একবার ব্যর্থ হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। এক্ষেত্রে বেসরকারি টেলকোদের তুলনায়, অনেক পিছনে পড়ে থাকলেও যথার্থ ‘সস্তা’ পরিষেবা অফারের নিরিখে BSNL সর্বদাই Jio, Airtel -দের মাটি ধরাতে পারে!

আজ্ঞে হ্যাঁ, BSNL -এর নিত্যনতুন সাশ্রয়ী প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের কথা তো আমরা নিয়মিতভাবেই আপনাদের সামনে তুলে ধরে থাকি। বর্তমান এই প্রতিবেদনেও তার কোনো অন্যথা হবেনা। এখানে আমরা BSNL -এর এমন তিনটি প্ল্যানের ব্যাপারে আপনাদের অবহিত করবো, যেগুলি ৬০০ টাকারও কম মূল্যে ইউজারদের দৈনিক ৫ জিবি (GB) পর্যন্ত ডেটা সুবিধা প্রদান করে থাকে! নীচে প্ল্যানগুলির সম্বন্ধে বিস্তারিত জানানো হল।

৪৮৫ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

৪৮৫ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান মোট ৮২ দিনের বৈধতা প্রদান করবে। এর সাথে গ্রাহকেরা প্রাত্যহিক ১.৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচ করার সুবিধা লাভ করবেন। তাছাড়া এই প্ল্যান অফুরন্ত ভয়েস কলিং বেনিফিট সহ উপলব্ধ। ৪৮৫ টাকার প্ল্যান বেছে নিলে এফইউপি (FUP) ডেটা সীমা (প্রত্যহ ১.৫ জিবি) অতিক্রমের পর ডেটা স্পিড ৪০ কেবিপিএসে (Kbps) নেমে আসবে।

৪৯৯ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি বাড়তি হিসেবে চিত্তাকর্ষক ওটিটি (OTT) কনটেন্ট উপভোগের ছাড় পেতে হলে, ৪৯৯ টাকার বিএসএনএল প্ল্যান গ্রাহকদের জন্য যথেষ্ট ভালো বিকল্প হতে পারে। এই বিকল্পটি ৮০ দিনের পরিষেবা মেয়াদ সহ বিদ্যমান, যার সাথে গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচের পাশাপাশি সকল নম্বরে (লোকাল/এসটিডি) আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা লাভ করবেন। একইসাথে এই প্ল্যান বিনা খরচে জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম, ‘Eros Now’ -এর সাবস্ক্রিপশন প্রদান করবে। অধিকন্তু Zing এবং BSNL PRBT সাবস্ক্রিপশনও মিলবে একেবারে বিনামূল্যে।

৫৯৯ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

৮৪ দিনের বৈধতা সহ উপলব্ধ ৫৯৯ টাকার বিএসএনএল প্ল্যানটি অপেক্ষাকৃত অধিক পরিমাণ ডেটা খরচে অভ্যস্তদের জন্য খুবই উপযুক্ত হতে পারে। এটি প্রাত্যহিক ৫ জিবি ডেটা খরচের ছাড়পত্র প্রদান করবে। এহেন কম খরচে Airtel, Jio, Vi প্রভৃতি প্রাইভেট অপারেটরেরা পর্যন্ত ইউজারদের এতখানি ডেটা বেনিফিট প্রদান করেনা। ফলে BSNL -এর আলোচ্য প্ল্যানের সম সুবিধাযুক্ত প্ল্যান উপভোক্তারা বাজারে আর একটিও খুঁজে পাবেন না।

উল্লেখ্য, ডেটা ছাড়াও এই প্ল্যান রিচার্জের ফলে দৈনিক ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কল করার ফায়দা মিলবে। এছাড়া এই প্ল্যান নিঃশুল্ক ‘Zing’ সাবস্ক্রিপশন সহ বিদ্যমান। সর্বোপরি BSNL -এর আলোচ্য প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা প্রতিদিন রাত্রি ১২টা-ভোর ৫টা পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচের ছাড়পত্র পাবেন। এক্ষেত্রে তাদের কোনো এফইউপি সীমা মেনে চলতে হবেনা।