Jio-র থেকে 1 টাকা সস্তা এই প্ল্যান, পাবেন 67 দিন বেশি ভ্যালিডিটিসহ রোজ 3 জিবি ডেটা

সরকারি টেলিকম কোম্পানি BSNL বা Bharat Sanchar Nigam Limited যে অন্যান্য সংস্থার তুলনায় অনেক সস্তায় রিচার্জ করার সুবিধা দেয়, সে কথা আমরা সকলেই জানি। কিন্তু এই মুহূর্তে এই রাষ্ট্রায়ত্ত টেলকোর গ্রাহক যদি দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে তিনি এক ঢিলে দুই পাখি মারার মত সুবিধা পাবেন। আসলে BSNL-এর প্ল্যান পোর্টফোলিওতে এমন একটি রিচার্জ অপশন আছে যা ১ বছরেরও বেশি ভ্যালিডিটি অফার করবে; এর দাম ২,৯৯৮ টাকা। আবার এই প্ল্যানের ডেটা বেনিফিটের কাছে হার মানবে Reliance Jio-র ১ টাকা বেশি দামি প্ল্যান অর্থাৎ ২,৯৯৯ টাকার প্ল্যানও। অর্থাৎ সোজা কথায় বললে, BSNL-এর এই প্ল্যানের মাধ্যমে আপনারা বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে লম্বা ভ্যালিডিটি এবং বেশি পরিমাণ ডেটা উপভোগ করতে পারবেন। আসুন, এখন BSNL-এর ২,৯৯৮ টাকা এবং Reliance Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যানদুটির তুলনামূলক বিচার করে দেখা যাক।

রিচার্জে Jio-র থেকে বেশি সুবিধা, ঘুরে দাঁড়াচ্ছে BSNL?

১. BSNL-এর ২,৯৯৮ টাকার প্রিপেইড প্ল্যান: বিএসএনএলের এই প্ল্যানটির বৈধতা ৪৫৫ দিন অর্থাৎ এক বছর তিন মাস। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০টি করে এসএমএসের আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করা যায়। এই প্ল্যানটি ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ।

২. Jio-র ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: জিওর এই প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটির সাথে অতিরিক্ত ২৩ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়; অর্থাৎ এর বৈধতা ৩৮৮ দিন। সেক্ষেত্রে এই প্ল্যানে আপনারা আনলিমিটেড ভয়েস কলের সাথে রোজ ২.৫ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস ব্যবহার করতে পারবেন। এর সাথে থাকবে কিছু জিও অ্যাপের কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশনের সুবিধা।

সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে, বেশি ভ্যালিডিটি এবং ডেটা পেতে হলে বিএসএনএলের প্ল্যানটি রিচার্জ করাই সুবিধাজনক হবে। কিন্তু মনে রাখবেন, এই সংস্থার পরিষেবা বা কভারেজ নিয়ে বিভিন্ন জায়গার গ্রাহকরা অভিযোগ করে থাকেন – তাই আপনার এলাকায় এই নেটওয়ার্ক কেমন কাজ করে, তা দেখেই রিচার্জের সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জিও প্ল্যানে আপনারা ৫জি (5G) সিগন্যাল উপভোগ করতে পারবেন, যেখানে বিএসএনএল প্ল্যানে এখনও অবধি ৪জি (4G) কভারেজই উপলব্ধ।