ব্যবহার করুন যত খুশি ইন্টারনেট, BSNL এর এই প্ল্যানের কাছে হার মানবে Jio, Airtel, Vi

সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে হলে BSNL কানেকশন বেছে নেওয়াই এই মুহূর্তে, গ্রাহকদের জন্য সবচেয়ে সেরা বিকল্প হতে পারে। কেননা Jio, Airtel এবং Vi -এর মতো প্রাইভেট টেলিকম পরিষেবা প্রদানকারীরা এরই মধ্যে রিচার্জ ট্যারিফের দাম পূর্বাপেক্ষা অনেকটা বাড়ালেও, BSNL এখনও পর্যন্ত ট্যারিফ মাশুল বৃদ্ধির কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। ফলে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার কানেকশন গ্রহণের ফলে গ্রাহকেরা যে প্রাইভেট অপারেটরদের নিরিখে অনেক কম খরচে পরিষেবা উপভোগে সমর্থ হবেন সেটা জলের মতো পরিস্কার। একথা মাথায় রেখেই আমরা আলোচ্য প্রতিবেদনে BSNL -এর এমন একটি প্রিপেইড বিকল্পের কথা আলোচনা করবো যা Reliance Jio কিংবা অপর কোনো বেসরকারি টেলকোর পক্ষেও অফার করা সম্ভব হয়নি।

Jio, Airtel, Vi -এর ঘুম ছোটাবে রাষ্ট্রায়ত্ত BSNL -এর এই প্রিপেইড প্ল্যান

আজ্ঞে হ্যাঁ, এখন রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের যে প্রিপেইড প্ল্যানের সম্পর্কে আমরা জানাবো তা জিও, এয়ারটেল প্রভৃতি প্রাইভেট টেলকোদের ব্যবসায়, সত্যিই ধ্বস নামাতে পারে। এক্ষেত্রে আমরা ৩৯৮ টাকার বদলে রিচার্জযোগ্য বিএসএনএল প্ল্যানের কথাই বলতে চাইছি। সমগ্র ৩০ দিনের ভ্যালিডিটি সহ উপস্থিত এই প্রিপেইড প্ল্যান দেশীয় টেলিকম সার্কিটে প্রায় অপ্রতিরোধ্য বললেও কম বলা হয়। এহেন প্ল্যানের সাথে গ্রাহকেরা ঠিক কি কি সুবিধা পাবেন, চলুন তা দেখে নেওয়া যাক।

৩০ দিনের বৈধতা প্রদানকারী ৩৯৮ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান বেছে নিলেই ইউজারেরা যে কোনো নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা পেয়ে যাবেন। এছাড়া এই প্ল্যান দৈনিক ১০০ এসএমএস ও এফইউপি (FUP) সীমাবিহীন পুরোপুরি আনলিমিটেড ডেটা খরচের ছাড়পত্র লাভ করবেন, যা এক দুর্দান্ত বেনিফিট বললেও কম বলা হয়! প্রাইভেট টেলকোদের তরফ থেকে এহেন সুযোগ-সুবিধা আদায় করতে হলে ইউজারদের কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হবে, যা খুবই অসুবিধাজনক। অথচ বিএসএনএল আপনাকে এই বিকল্প এতটাই সস্তায় রিচার্জ করার সুযোগ দেবে যে এর থেকে আপনি সহজে মুখ ফেরাতে পারবেন না।

অবশ্য এখানে কিন্তু মনে রাখা দরকার যে, এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বিএসএনএল সারা দেশে 4G রোলআউটে সফল হয়নি। ফলত সস্তায় পরিষেবা দিলেও আলোচ্য বিকল্পের সঙ্গে গ্রাহক হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন না। তবে BSNL -এর ঐতিহ্যবাহী নেটওয়ার্কের অধীনে, 4G সাপোর্ট ছাড়া মোবাইল পরিষেবা উপভোগ করতে চাইলে এই প্ল্যান ইউজারদের জন্য আদর্শ হতে পারে।