BSNL এর নতুন ধামাকা, ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে পাবেন দ্বিগুন স্পিড ও বেশি ডেটা

রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL গত অক্টোবর মাসে Bharat Fiber ব্রডব্যান্ড পরিষেবায় একাধিক প্ল্যান লঞ্চ করেছিল। এই প্ল্যানগুলি সস্তায় অধিক সুবিধা দেওয়ার কারণে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার থেকে এই ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে আরও বেনিফিট পাওয়া যাবে। বিএসএনএল এর ওয়েবসাইট অনুযায়ী, ৪৯৯ টাকা, ৭৭৯ টাকা, ৮৪৯ টাকা, ৯৪৯ টাকা, ১,২৭৭ টাকা, ১,৯৯৯ টাকা বা তার বেশী মূল্যের ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে এবার থেকে দ্বিগুণ স্পিড এবং প্রায় দশ গুণ ডেটা অফার করা হবে। আসুন জেনে নিই BSNL এর কোন Bharat Fiber ব্রডব্যান্ড প্ল্যানে কি বেনিফিট পাওয়া যাচ্ছে।

সংশোধিত ব্রডব্যান্ড প্ল্যানগুলির মধ্যে প্রথমেই ৪৯৯ টাকার প্যাকটির (100GB CUL) কথা বলতে হয়। এই প্ল্যান রিচার্জ করলে ৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। ১০০ জিবির পর ডেটা স্পিড কমে হবে ২ এমবিপিএস। আগে এখানে ২০ এমবিপিএস স্পিড পাওয়া যেত।

এরপরই আসা যাক ৭৭৯ টাকার প্যাকেজটির কথায়। এটি Super Star 300 নামেও পরিচিত। এই প্ল্যানে ১০০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতি সহ ৩০০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা উপলব্ধ। ৩০০ জিবি ডেটা ব্যবহারের পর গ্রাহক ৫ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া এর সাথে বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশনও পাওয়া যাবে, যার মূল্য ১,৪৯৯ টাকা। আগে এই প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিড পাওয়া যেত।

এবার ৮৪৯ টাকার ভারত ফাইবার প্ল্যানটির (600GB CUL) কথা বলবো। এই প্ল্যানটি আপনাকে ১০০ এমবিপিএস গতিতে ৬০০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা অফার করে। ফেয়ার ইউসেজ পলিসি লিমিট অতিক্রম করার পর আপনি ১০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতির সুবিধা পেয়ে যাবেন।

৯৪৯ টাকার প্ল্যানটি সুপার স্টার ৫০০ নামেই অধিক জনপ্রিয়। এটি আপনাকে ১০০ এমবিপিএস স্পিড প্রদান করবে। এর ফেয়ার ইউসেজ পলিসি লিমিট ৫০০ জিবি। FUP লিমিট অতিক্রমে ইন্টারনেট স্পিড কমে হবে ১০ এমবিপিএস। এছাড়া এই প্ল্যানের সঙ্গেও আপনি পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

১,২৭৭ টাকার প্ল্যানটি (750GB CUL) রিচার্জ করলে এখন ১০০ এমবিপিএস এর বদলে ২০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। এর এফইউপি লিমিট ৩.৩ টিবি যা আগের প্ল্যানগুলির তুলনায় অনেক বেশি। ৩.৩ জিবি ডেটা ব্যবহারের পর গ্রাহক ১৫ এমবিপিএস গতির সুবিধা ভোগ করতে পারবেন। আবার ১,৯৯৯ টাকার প্যাকেজটিও (33GB CUL BF) ২০০ এমবিপিএস গতি সহ ৪ টিবি ডেটা প্রদান করবে। ডেটা লিমিট অতিক্রম করলে গ্রাহক ২০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

উপরোক্ত প্ল্যানগুলি ছাড়াও BSNL ২,৪৯৯/৪,৪৯৯/৫,৯৯৯/৯,৯৯৯ ও ১৬,৯৯৯ টাকার Bharat Fiber প্ল্যান বাজারে এনেছে। এর প্রত্যেকটি গ্রাহককে ২০০ মেগাবাইট প্রতি সেকেন্ডের গতি প্রদান করবে। সুতরাং সস্তায় ভালো ব্রডব্যান্ড পরিষেবার জন্য বিএসএনএলের ভারত ফাইবার প্ল্যানগুলির শরণাপন্ন হলে তা সুবিবেচনার কাজ হবে বলেই মনে হয়।