সবচেয়ে সস্তা BSNL, মাত্র ১৯৯ টাকায় আনলিমিটেড কল ও ইন্টারনেট ডেটা সহ অনেক সুবিধা

সরকারি মালিকানাধীন টেলিকম সার্ভিস প্রোভাইডার Bharat Sanchar Nigam Limited বা BSNL তার ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিপেইড, পোস্টপেইড, ব্রডব্যান্ড, ফিক্সডলাইন, এয়ার ফাইবার সহ অন্যান্য একাধিক পরিষেবা সরবরাহ করে। সেক্ষেত্রে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র সেই সকল ইউজারদের জন্য, যারা সংস্থাটির পোস্টপেইড প্ল্যান ব্যবহার করতে ইচ্ছুক। উল্লেখ্য, যে সকল গ্রাহকরা মাসিক বিলিং অপশন পছন্দ করেন, তাদেরকে খুশি করতে BSNL বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস বেনিফিটের পাশাপাশি আন্তর্জাতিক রোমিং সহ বিভিন্ন অ্যাড-অন পরিষেবা দেওয়া হয়।

জানিয়ে রাখি, রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির পোস্টপেইড পরিষেবা পেতে হলে ইউজারদেরকে নিকটবর্তী বিএসএনএল অফিসে যেতে হবে। এরপর কেওয়াইসি সহ কিছু জরুরী ডকুমেন্টস জমা দিয়ে সিকিউরিটি ডিপোজিট প্রদান করে ফেললেই সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাবে। সবচেয়ে বড়ো কথা হল, যেহেতু সংস্থাটি অনেক কম দামে ইউজারদেরকে পোস্টপেইড প্ল্যান অফার করে, তাই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলির ৪জি (4G) এবং ৫জি (5G) পরিষেবার দ্বারস্থ না হয়ে এখনও বেশ কিছু সংখ্যক গ্রাহক সরকারি সংস্থাটির পোস্টপেইড সার্ভিস ব্যবহার করতে আগ্রহী। সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বিএসএনএলের ১৯৯ টাকা দামের এন্ট্রি-লেভেল পোস্টপেইড প্ল্যানটির কথা জানাতে চলেছি। অত্যন্ত কম দামে উপলব্ধ হওয়া সত্ত্বেও এতে একাধিক সুবিধা পেতে সক্ষম হবেন গ্রাহকরা। চলুন, প্ল্যানটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

BSNL-এর ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের বিশদ বিবরণ

বিএসএনএলের সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানটির দাম ১৯৯ টাকা। তবে সার্ভিসটিকে অ্যাক্টিভেট করার জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ইউজারদেরকে প্রথমে লোকালের জন্য ১০০ টাকা, লোকাল এবং এসটিডি পরিষেবার জন্য ৫০০ টাকা, এবং লোকাল, এসটিডি এবং আইএসডি পরিষেবার জন্য ২,০০০ টাকা দিতে হবে। উল্লেখ্য, বিএসএনএলের ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা এমটিএনএল নেটওয়ার্কে মুম্বাই এবং দিল্লি সহ হোম এবং ন্যাশনাল রোমিংয়ের যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা উপভোগ করতে পারবেন। সোজা কথায় বললে, প্ল্যানটির মারফত যে-কোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করতে সক্ষম হবেন ইউজাররা।

এছাড়া, উক্ত প্ল্যানে মোট ২৫ জিবি ডেটা এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুবিধাও মিলবে। উপরন্তু, ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানে ৭৫ জিবি ডেটা রোলওভার ফিচারও মজুত রয়েছে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইউজারদেরকে প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ১ পয়সা করে চার্জ দিতে হবে। অর্থাৎ, ১ জিবি ডেটা ব্যবহার করতে চাইলে খরচ পড়বে ১০.২৪ টাকা। আবার, প্ল্যানটির সাথে ডেটা বা আইএসডি অ্যাড-অন যুক্ত করার বিকল্পও রয়েছে গ্রাহকদের জন্য৷