Sony SRS-XV800: পার্টি পুরো জমে যাবে, ২৫ ঘন্টা ব্যাটারি লাইফ সহ সনি ভারতে লঞ্চ করল নতুন স্পিকার

ভারতীয় বাজারে Sony SRS-XV800 ওয়্যারলেস স্পিকারের দাম রাখা হয়েছে ৪৯,৯৯০ টাকা

Sony আজ ভারতে লঞ্চ করল নতুন ওয়্যারলেস স্পিকার Sony SRS-XV800। যেকোনো ধরনের পার্টির জন্য উপযুক্ত এই স্পিকারটিতে রয়েছে টাচ কন্ট্রোল সাপোর্ট, মাইক্রোফোন প্লাগ-ইন ইউনিট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং দীর্ঘ ২৫ ঘন্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony SRS-XV800 স্পিকারের দাম ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony SRS-XV800-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony SRS-XV800 ওয়্যারলেস স্পিকারের দাম রাখা হয়েছে ৪৯,৯৯০ টাকা। আগামীকাল অর্থাৎ ১৪ জুলাই সনি সেন্টার, জনপ্রিয় ইলেকট্রনিক্স স্টোর এবং বিভিন্ন ই-কমার্স সাইটগুলি থেকে কিনতে পাওয়া যাবে এই স্পিকারটি।

Sony SRS-XV800-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Sony SRS-XV800 ওয়্যারলেস স্পিকারটি সিলিন্ড্রিকাল ডিজাইনে এসেছে। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এতে রয়েছে হুইল এবং বিল্ট-ইন হ্যান্ডেল। শুধু তাই নয়, এর ওপরের অংশে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। আবার সেখানে থাকবে অ্যাম্বিয়েন্ট লাইটিং, যা মিউজিক এবং রিদিমের তালে তালে জ্বলবে।

অন্যদিকে, স্পিকারটির অডিও প্রসঙ্গে বলতে গেলে শক্তিশালী বেস সরবরাহ করার জন্য এতে দেওয়া হয়েছে এক্স ব্যালেন্স স্পিকার ইউনিট। এর সাথে থাকছে তিনটি ফ্রন্ট টুইটার, দুটি রেয়ার টুইটার এবং দুটি উফার ইউনিট। তাছাড়া এটি পার্টি সাউন্ড অফার করতে সক্ষম। আবার এতে টিভি সাউন্ড বুস্টার ফাংশন থাকার দরুন যেকোনো ধরনের ভিডিও এবং মুভি দেখার ক্ষেত্রে ব্যবহারকারী সিনেমাটিক এক্সপেরিয়েন্স লাভ করবেন।

তদুপরি, ক্যারাওকে উপভোগ করার জন্য স্পিকারটিতে রয়েছে একটি প্লাগ- ইন সিস্টেম। তার সাথে থাকছে একটি মাইক ও গিটার ইনপুট। আবার এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে স্টেরিও মিনিজ্যাক, ইউএসবি এ পোর্ট, অপটিক্যাল ডিজিটাল ইনপুট এবং ব্লুটুথ ফাস্ট পেয়ার।

এবার আসা যাক Sony SRS-XV800 স্পিকারের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ২৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই স্পিকারটি সনি মিউজিক সেন্টার এবং ফিয়েষ্টেবল অ্যাপসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।