BSNL has solved Power Outage Issues in tower to give good network connectivity

শক্তিশালী হচ্ছে BSNL এর নেটওয়ার্ক, কারেন্ট চলে গেলেও আর চিন্তা নেই

এবার থেকে বিদ্যুৎ চলে গেলেও আর নেটওয়ার্ক সমস্যায় ভুগতে হবে না ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল ব্যবহারকারীদের। দ্য হিন্দুর একটি রিপোর্টে এমন কথাই জানালেন সংস্থার জেনারেল ম্যানেজার নবীন গুপ্তা। আর এর জন্য রাষ্ট্র-চালিত এই টেলিকম অপারেটরটি বেস পাওয়ার স্টেশনগুলিতে (বিটিএস) ব্যাটারি এবং পাওয়ার প্ল্যান্ট প্রতিস্থাপন করাও শুরু করে দিয়েছে।

গুপ্তা আরো বলেছেন, বিএসএনএল ইতিমধ্যেই ডিকেডিপিতে ৪৫০টির মধ্যে ১৫০টি প্ল্যান্টে ব্যাটারি প্রতিস্থাপন করেছে। আর আশা করা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে তারা বাকি ব্যাটারিগুলো প্রতিস্থাপন করে ফেলবে। এছাড়াও, ভবিষ্যতের বিদ্যুতের চাহিদার কথা ভেবে ৬২টি নতুন সাইটে ব্যাটারি চার্জ করার জন্য সোলার প্যানেল ব্যবহার করা হবে।

গুপ্তা জানিয়েছেন, বিএসএনএলের ম্যাঙ্গালুরু ব্যবসায়ী এলাকা উডিপি, দক্ষিণ কানাড়া এবং উত্তর কানাড়া নিয়ে গঠিত। যেখানে ১,৬৫০টি তামার ব্রডব্যান্ড কানেকশন, ১৫,৩৭১টি তামার ল্যান্ডলাইন কানেকশন, ২৫,১৭০টি এফটিটিএইচ কানেকশন, ১,৭৩৪ মোবাইল কানেকশন এবং ৪.৬ লাখ মোবাইল কানেকশন রয়েছে। এছাড়াও, এখানে ৪,২০০ কিমি পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক বিস্তৃত আছে।

জানিয়ে রাখি, বিএসএনএল এই অঞ্চলে প্রতিদিন তাদের নেটওয়ার্কগুলিতে প্রায় ২১ টিবি ডেটা লোড পরিচালনা করে। আর এই অঞ্চলে ৫৩৯টি ২জি টাওয়ার, ৪০৭টি ৩জি টাওয়ার এবং ১৬১টি ৪জি টাওয়ার রয়েছে। উল্লেখ্য, টেলকোটি জানিয়েছে তারা আগামী দিনে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এখানকার বেশিরভাগ টাওয়ারকেই ৪জি-তে আপগ্রেড করবে।

এছাড়াও, বিএসএনএল দেশের বাকি অঞ্চলেও ৪জি লঞ্চ করার পরিকল্পনা করছে। তাই প্রচারমূলক অফারের অংশ হিসেবে তারা গ্রাহকদের বিনামূল্যে সিমকার্ডও প্রদান করা শুরু করেছে। যে সিমগুলি ভবিষ্যতে ৫জি সিম হিসেবেও কাজ করবে। বলাবাহুল্য, বিএসএনএল-এর প্রত্যেকটি ৪জি টাওয়ারই ৫জি-তে আপগ্রেডযোগ্য। তবে, সংস্থাটির মতে, ব্যবহারকারীরা এখনই এই সকল সুবিধা পাবেন না, এর জন্য তাদের আরো কয়েক মাস অপেক্ষা করে থাকতে হবে।