কবে চালু হবে BSNL-এর 4G সার্ভিস? গ্রাহকের প্রশ্নে অবশেষে মুখ খুলল সংস্থা

দেশে 5G নেটওয়ার্ক চালু হয়েছে আজ এক মাস হল। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু শহরের মানুষ (পড়ুন Reliance Jio এবং Bharti Airtel-এর গ্রাহকরা) এই নতুন পরিষেবা উপভোগ করতে পারছেন। কিন্তু মুশকিল হল যে, যেখানে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ করেছে, সেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড মানে BSNL এখনো পর্যন্ত 4G নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি। আজ্ঞে হ্যাঁ, একসময় যে রাষ্ট্রায়ত্ত অপারেটরের টেলিকম সেক্টরে আধিপত্য ছিল এখন সে-ই বছরের পর বছর ধরে পরিষেবার নিরিখে পিছিয়ে রয়েছে। ফলত গ্রাহকদেরও এই সংস্থাকে নিয়ে অস্বস্তি-অভিযোগ বেড়ে চলেছে। তবে 5G চালুর পর এবার BSNL, তার গ্রাহকদের আশার আলো দেখাতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে BSNL সম্প্রতি তার 4G পরিষেবার উপলভ্যতা সম্পর্কে একটি টুইট করেছে, যা দেখে অনুমান করা যায় যে অবশেষে (আগামী কয়েক সপ্তাহের মধ্যে) কোম্পানিটি তার 4G নেটওয়ার্ক চালু করতে পারে।

এখনো 3G নেটওয়ার্কে কাজ করছে BSNL

বর্তমানে বিএসএনএল ৩জি নেটওয়ার্কে কাজ করছে। একইসাথে তারা বিগত কয়েক বছর ধরেই ৪জি চালুর প্রস্তুতি নিচ্ছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও শীঘ্রই বিএসএনএল ৪জি (BSNL 4G) পরিষেবা চালু হবে – এমন কথা একাধিকবার জানিয়েছেন। সেক্ষেত্রে সাম্প্রতিক আপডেট দেখে মনে হচ্ছে যে, সংস্থার ৪জি পরিষেবা চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। কারণ, বিএসএনএলের নতুন টুইটে উপলব্ধ হয়েছে তাদের ৪জির প্রত্যাশিত টাইমলাইন সম্পর্কিত তথ্য।

কবে চালু হবে BSNL 4G পরিষেবা? 

সম্প্রতি একজন টুইটার ইউজার, বিএসএনএল ইন্ডিয়াকে ট্যাগ করে ৪জি লঞ্চ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আর ওই টুইটের উত্তরে সংস্থাটি বলেছে যে, ৪জি লঞ্চের সঠিক তারিখ বলা কঠিন। তবে সম্প্রতি বিএসএনএল ৪জি লাইসেন্স রিভাইভাল প্যাকেজ পেয়েছে, যার সাথে তাদের কাজের জন্য দেশীয় সরঞ্জামও সরবরাহ হচ্ছে। সব মিলিয়ে আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সংস্থার ৪জি ইনস্টলেশন শুরু হতে পারে বলে তারা অনুমান করছে।

উল্লেখ্য, এর আগে জল্পনা ছিল যে BSNL 4G পরিষেবা এই বছরের স্বাধীনতা দিবসের দিন মানে ১৫ই আগস্টে চালু হবে। কিন্তু এমনটা হয়নি! সেক্ষেত্রে আগামী তিনমাসে সত্যিই অপেক্ষার অবসান হবে কিনা, সেটাই এখন দেখার। এদিকে অনেক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, সংস্থাটি শীঘ্রই 5G পরিষেবাও চালু করবে।