টানা 65 দিন করতে হবেনা রিচার্জ: এই প্ল্যানে রোজ 4.9 টাকায় পাবেন 10GB ডেটা, সাথে কল ও এসএমএস

এমনিতে BSNL প্রচুর সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। কিন্তু সংস্থার ৩১৯ টাকার একটি প্ল্যান আছে, যাকে সস্তায় পুষ্টিকর বললে ভুল হবেনা!

4G-5G পরিষেবা চালু হোক বা না হোক, বর্তমান মূল্যবৃদ্ধির এই জমানায় BSNL বা Bharat Sanchar Nigam Limited যেভাবে অন্যান্য সংস্থার চেয়ে অনেক সস্তায় রিচার্জ করার সুবিধা দিচ্ছে, তার প্রশংসা না করে উপায় নেই। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মাসিক, বার্ষিক সমস্ত সেগমেন্টের জন্যই সরকারি টেলিকম কোম্পানিটি সাশ্রয়ী রিচার্জ অপশন অফার করে; এমনকি তাদের পোর্টফোলিওতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বান্ডল্ অফারও। তবে আপনি যদি খুব বেশি ডেটা ব্যবহার না করেন বা নিজের BSNL সিমকে বিকল্প (পড়ুন সেকেন্ডারি) কানেকশন হিসেবে রাখতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সেরা তথা সস্তা প্ল্যানের সন্ধান; এতে আপনারা সাধারণ মাসিক রিচার্জ প্ল্যানগুলির দামে দুই মাসেরও বেশি সময়ের ভ্যালিডিটি পাবেন, সাথে থাকবে পর্যাপ্ত ডেটা-এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

গড়ে রোজ ৫ টাকারও কম খরচ, রিচার্জের জন্য বেছে নিন এই BSNL প্ল্যান

আজ আমরা বিএসএনএলের যে প্ল্যানটির কথা বলব, তার দাম ৩১৯ টাকা। এটি রিচার্জে ৬৫ দিন অর্থাৎ দু মাসের বেশি বৈধতা পাওয়া যায়। এরই সাথে মেলে ১০ জিবি হাই স্পিড ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএস। এই প্ল্যান রিচার্জে বিনা চার্জে ন্যাশনাল রোমিং কল করার সুবিধাও মিলবে।

সেক্ষেত্রে গড় খরচের কথা বললে আমরা দেখব যে, এই বিএসএনএল প্ল্যান ব্যবহারের জন্য আমাদের এক মাসে খরচ হবে ১৫০ টাকার কাছাকাছি যার বিনিময়ে আমরা ইচ্ছেমত কল করতে পারব। সাথে থাকবে প্রয়োজনমত ডেটা, মেসেজ করার সুবিধাও। এছাড়া দিনপিছু এই প্ল্যানের গড় খরচ হবে মাত্র ৪.৯০ টাকা। মানে রোজ ৫ টাকার মত খরচ করেই আপনি দু-মাস নিজের বিএসএনএল সিম সচল রাখতে পারবেন।

নিঃসন্দেহে এই প্ল্যান কোনো অফারের চেয়ে কম নয়! তাই আপনারা চাইলে নিজের বিএসএনএল সিম ৩১৯ টাকা দিয়ে রিচার্জ করতেই পারেন, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙ্গবে না – মানে সিম সচল রেখে প্রয়োজন মত ব্যবহারও করা যাবে, আর সাশ্রয় হবে পকেটেও।