পয়সা বাঁচাতে চান? এই কোম্পানির প্ল্যান রিচার্জ করুন! ডেটা ও কলিং সহ রয়েছে একমাস ভ্যালিডিটি

একথা প্রায় সকলেই জানেন যে, সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর পোর্টফোলিওতে গ্রাহকদের জন্য একাধিক সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। দেশের শীর্ষস্থানীয় দুই বেসরকারি টেলিকম সংস্থা Airtel এবং Jio ইতিমধ্যেই ইউজারদের জন্য 5G পরিষেবা নিয়ে আসলেও রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন কোম্পানিটি এখনও 4G-ই লঞ্চ করে উঠতে পারেনি – এই নিয়ে ব্যবহারকারীদের মনে প্রবল অসন্তোষ থাকলেও BSNL কিন্তু তার গ্রাহকদেরকে সন্তুষ্ট রাখার জন্য অনর্গল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এর জন্য কোম্পানিটি প্রায়শই একাধিক সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে মার্কেটে হাজির হয়। এই প্রতিবেদনে আমরা BSNL-এর ঝুলিতে মজুত থাকা অত্যন্ত কমদামি (১০০ টাকারও কম) কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি।

১০০ টাকার কমে উপলব্ধ BSNL-এর সেরা প্রিপেইড প্ল্যানসমূহ

বিএসএনএলের সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির মধ্যে অন্যতম একটি হল STV_48। এই প্ল্যানের দাম মাত্র ৪৮ টাকা, ফলে সিম কার্ড সচল রাখতে চাইলে ইউজাররা অবশ্যই এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন, এতে গ্রাহকরা ১০ টাকা ব্যালেন্সের পাশাপাশি ২০ পয়সা/মিনিট অন-নেট কল করার সুযোগ পাবেন।

সংস্থার ৮৭ টাকার প্ল্যানটি হল একটি বহুল জনপ্রিয় ভয়েস ভাউচার। এই প্ল্যানে মাত্র ১৪ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া যায়। উল্লেখ্য যে, এফইউপি (FUP) ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। তবে এই প্ল্যানটি রিচার্জ করলে আকর্ষণীয় গেমিং অভিজ্ঞতার ভাগীদার হওয়া সম্ভব; কেননা এই প্ল্যানে গ্রাহকরা One97 Communications-এর Hardy Mobile Games পরিষেবা উপভোগের ছাড়পত্র পাবেন।

এছাড়া, গ্রাহকদের জন্য BSNL এর ঝুলিতে মজুত রয়েছে ৯৭ ও ৯৯ টাকার ডেটা ও ভয়েস ভাউচার। ৯৭ টাকার ডেটা ভাউচারটি গ্রাহকদেরকে ১৫ দিনের জন্য ২ জিবি দৈনিক ডেটা, লোকধুন (Lokdhun) কনটেন্টের অ্যাক্সেস সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা প্রদান করে। অন্যদিকে, ৯৯ টাকার ভয়েস ভাউচারে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা সহ মোট ১৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। উল্লেখ্য যে, ৯৯ টাকার প্ল্যানে কোনোরকম ডেটা বেনিফিট উপলব্ধ নয়।

এসএমএস করার সুবিধা পেতে চাইলে কিন্তু খসাতে হবে আরও বেশি টাকা

প্রসঙ্গত জানিয়ে রাখি, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে সকল প্ল্যানগুলির কথা বললাম, সেগুলিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, কোনো প্ল্যানেই কিন্তু এসএমএসের সুবিধা উপলব্ধ নেই। সেক্ষেত্রে গ্রাহকরা যদি এসএমএস ফেসিলিটি পেতে চান, তবে তাদেরকে আরও খানিকটা বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে। উল্লেখ্য যে, এখন কমদামি প্ল্যানে কোনো টেলিকম কোম্পানিই ইউজারদেরকে এসএমএস করার সুযোগ দেয় না। ফলে চলতি সময়ে কাউকে টেক্সট মেসেজ করতে চাইলে গ্রাহকদেরকে খুব স্বাভাবিকভাবেই একটু বেশি গাঁটের কড়ি খসাতে হবে।