Realme Note 50: অপেক্ষার অবসান, এই তারিখেই লঞ্চ হবে রিয়েলমি নোট সিরিজের প্রথম ফোন

বিগত কয়েক সপ্তাহের জল্পনার পর অবশেষে রিয়েলমি তাদের নোট সিরিজের প্রথম ফোন, Realme Note 50 এর লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি সবার প্রথমে আগামী ২৩ জানুয়ারি ফিলিপাইনে মুক্তি পাবে৷ তারপর ভারতেও লঞ্চ হবে বলে আশা করা যায়৷ অফিসিয়াল টিজার থেকে জানা গেছে, Realme Note 50 ব্ল্যাক এবং ব্লু কালারে উপলব্ধ হবে। চলুন দেখে নিই, এই স্মার্টফোনটি কী কী অফার করবে।

Realme Note 50-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি নোট ৫০-তে পরিচিত ডিজাইন দেখা গেছে, যা নির্দেশ করে ,এটি কোম্পানির বিদ্যমান কোনও ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। ফাঁস হওয়া স্পেসিফিকেশন দেখে অনুমান করা হচ্ছে যে, রিয়েলমি সি৫১-এরই পরিবর্তিত সংস্ককরণ হবে। ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই টি (Realme UI T) এডিশনে চলবে এবং নিরাপত্তার জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

কর্মক্ষমতার ক্ষেত্রে, রিয়েলমি নোট ৫০-তে ইউনিসক টি৬১২ চিপসেট ব্যবহৃত হবে, যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে। ফোনটিতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অবস্থান করবে। আর সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে। দাম ভারতীয় মুদ্রায় ১০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।

অনুমান করা হচ্ছে যে রিয়েলমি আগামী ২৪ জানুয়ারি, অর্থাৎ ফিলিপাইনে লঞ্চের পরদিনই ইন্দোনেশিয়াতে Realme Note 50 এবং Note 1 লঞ্চ করবে। বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছে যে, Note 1-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek Dimensity 7050 চিপসেট, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।