BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়লো‌ রিচার্জ প্ল্যানের, কমানো হল ৪৯৯ টাকার প্ল্যানের সুবিধা

ভারতের টেলিকম মার্কেটে যে সকল সংস্থাগুলি এখনও নিজেদের আধিপত্য বজায় রেখেছে, তাদের মধ্যে অন্যতম হল Bharat Sanchar Nigam Limited বা BSNL। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়লেও সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটির গ্রাহক সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এতদিন পর্যন্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও BSNL কিন্তু সেই পথে হাঁটেনি। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে, অন্যান্য টেলিকম অপারেটরদের মতো BSNL-ও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, তাও আবার ঘুরপথে। ঘুরিয়ে খরচ বৃদ্ধি করার কারণে ইতিমধ্যেই সাশ্রয়ী মূল্যের ৯৪ টাকার প্ল্যানে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে সংস্থাটি, এবং হালফিলে আবার একদম চুপিসারে ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানেও বেশ বড়োসড়ো রদবদল করলো BSNL। এর ফলে আপাতদৃষ্টিতে প্ল্যানটির দাম না বাড়লেও আদতে কিন্তু এটি পূর্বের তুলনায় ব্যয়বহুল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ঠিক কী পরিবর্তন করা হয়েছে BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যানে? আসুন বিস্তারিতভাবে জেনে নিই।

৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে বেশ বড়োসড়ো রদবদল ঘটালো BSNL

আপনাদেরকে জানিয়ে রাখি, বিএসএনএলের ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে এখন ৮০ দিনের বৈধতা, ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, পিআরবিটি (PRBT), জিং (Zing) এবং ইরোস নাও (Eros Now)-এর সাবস্ক্রিপশন সহ দৈনিক ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে। তবে এর আগে এই প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ২ জিবি করে ডেটা ও রোজ ১০০ টি এসএমএস পাওয়া যেত। সেক্ষেত্রে আসুন, এখন হাতেকলমে হিসাব করে দেখে নেওয়া যাক যে, প্ল্যানটি পূর্বের তুলনায় বর্তমানে ঠিক কতটা ব্যয়বহুল হয়েছে।

এতদিন পর্যন্ত ৯০ দিনের বৈধতা সহ আসা আলোচ্য প্ল্যানটির দাম ছিল প্রতিদিন ৫.৫৪ টাকা এবং প্রতি জিবি ডেটার জন্য ইউজারদেরকে মাত্র ২.৭৭ টাকা খরচ করতে হতো। কিন্তু ভ্যালিডিটি কমার পর প্ল্যানটির দৈনিক খরচ ৫.৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৬.২৩ টাকা, এবং প্রতি জিবি ডেটার দাম এখন ২.৭৭ টাকার পরিবর্তে ৩.৩১ টাকা হয়ে গিয়েছে। যদিও এর ফলে ব্যবহারকারীদের পকেটে বড়োসড়ো রকমের চাপ পড়বে না; তবে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটিও যে এবার গুটিগুটি পায়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পথে হাঁটছে, সেকথা নিঃসন্দেহে অনস্বীকার্য।

খুব শীঘ্রই এদেশে উপলব্ধ হবে BSNL-এর 4G এবং 5G পরিষেবা

প্রসঙ্গত জানিয়ে রাখি, এখনও গোটা দেশজুড়ে 4G পরিষেবা চালু করে উঠতে পারেনি BSNL। তবে সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে ব্যবহারকারীদের কাছে এই সার্ভিস উপলব্ধ হতে পারে। আবার, হালফিলে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন যে, 4G চালু হওয়ার পর মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে এদেশে BSNL-এর 5G পরিষেবারও দেখা মিলবে। গোটা দেশে খুব দ্রুত পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত নেটওয়ার্ক রোলআউট করার জন্য কোম্পানিটি ইতিমধ্যেই শক্তিশালী 5G স্পেকট্রামের আবেদন করেছে কেন্দ্রের কাছে। সেক্ষেত্রে এবার বাস্তবিকভাবে কবে এদেশে সংস্থার 4G এবং 5G পরিষেবা উপলব্ধ হয়, এখন সেটাই দেখার।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

10 hours ago