Bharat Sanchar Nigam Limited: 397 টাকার রিচার্জ প্ল্যান ঢেলে সাজালো BSNL, এখন কি কি সুবিধা পাবেন দেখে নিন

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বর্তমানে গ্রাহকদের এমন একটি প্রিপেড প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি ১৫০ দিন। যদিও এটি কোনো নতুন প্ল্যান নয়, তবে…

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বর্তমানে গ্রাহকদের এমন একটি প্রিপেড প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি ১৫০ দিন। যদিও এটি কোনো নতুন প্ল্যান নয়, তবে এখন টেলকোটি এতে একাধিক পরিবর্তন এনেছে। আমরা BSNL এর যে প্ল্যানটির কথা বলছি তার দাম হল ৩৯৭ টাকা‌। যেসব গ্রাহকেরা প্রিপেড প্ল্যানে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি চান, তারা এটি রিচার্জ করতে পারেন। আবার কিছু কিছু গ্রাহক আছেন যারা দুটি সিম ব্যবহার করেন, সেক্ষেত্রে তারা তাদের BSNL সিমটি সেকেন্ডারি সিম হিসেবে অ্যাক্টিভ রাখার জন্য এটি রিচার্জ করতে পারেন।

৩৯৭ টাকার প্ল্যান ঢেলে সাজালো BSNL

BSNL-এর এই ৩৯৭ টাকার প্ল্যানটি আগে ১৮০ দিন ভ্যালিডিটি অফার করতো। তবে বর্তমানে এর ভ্যালিডিটি কমিয়ে ১৫০ দিন করা হয়েছে। এছাড়াও, গ্রাহকেরা আগে ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস পেতেন। কিন্তু এখন গ্রাহকেরা এই সুবিধা পাবেন মাত্র ৩০ দিনের জন্য।

তাই, বিএসএনএল-এর ৩৯৭ টাকার প্ল্যানটি কেবল তারাই রিচার্জ করলে লাভবান হবেন, যারা কেবলমাত্র দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি পেতে চান। যদিও এর ভ্যালিডিটি ১৫০ দিন, তবে এর সাথে দেওয়া প্রত্যেকটি সুবিধা ৩০ দিন ব্যবহার যাবে। তাই যারা বিএসএনএল সিমটি সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন।