BSNL গ্রাহকদের জন্য বড় আপডেট, এই রিচার্জ প্ল্যানে আর পাওয়া যাবে না 5 জিবি ডেটা

BSNL তাদের জনপ্রিয় নাইট আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের ডেটা বেনিফিট হ্রাস করেছে

বরাবরই সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যানের জন্য ইউজারমহলে বিশেষভাবে পরিচিত সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL। যদিও এখনও পর্যন্ত 4G লঞ্চ করতে না পারায় বেসরকারি কোম্পানিগুলির তুলনায় প্রতিযোগিতায় সংস্থাটি বেশ খানিকটা পিছিয়ে পড়েছে, তবে দাম না বাড়িয়ে ইউজারদেরকে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করার জন্য এখনও অনেকেই BSNL-এর হাত ছাড়েননি। তবে ইদানীংকালে নিজেদের ব্যবসায়িক উন্নতির জন্য কিছুটা অন্যপথে হাঁটতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। সম্প্রতি দেখা যাচ্ছে যে, অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটরদের মতো BSNL-ও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, তাও আবার ঘুরপথে। অর্থাৎ, আপাতদৃষ্টিতে রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়ালেও সেগুলির সুবিধা পূর্বের তুলনায় বেশ খানিকটা কমিয়ে দিচ্ছে সংস্থাটি। ফলে সবমিলিয়ে প্ল্যানের দামই যে বাড়ানো হচ্ছে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য যে, এর আগেও একাধিকবার বহু প্ল্যানের ক্ষেত্রে এরকম ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এবার আবারও একবার দাম না বাড়িয়ে জনপ্রিয় নাইট আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের (Night Unlimited Prepaid Plan) সুবিধা খানিকটা কমিয়ে দিল BSNL।

BSNL তাদের জনপ্রিয় নাইট আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের ডেটা বেনিফিট হ্রাস করেছে

হালফিলে একেবারে চুপিসারে বিএসএনএল তাদের সর্বাধিক জনপ্রিয় নাইট আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের ডেটা বেনিফিট কমিয়ে দিয়েছে। বলে রাখি, ইউজারদের দ্বারা বহুল ব্যবহৃত সংস্থার এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা, যাতে আগে প্রতিদিন ৫ জিবি করে ডেটা পাওয়া যেতো। তবে সম্প্রতি তা কমিয়ে ৩ জিবি করেছে বিএসএনএল। নিঃসন্দেহে, এই ডেটা বেনিফিট কমানোকে ঘুরপথে প্ল্যানের দাম বাড়ানো বলা যেতেই পারে। উল্লেখ্য যে, টেলিকম সংস্থাটি আজ, ৮ মার্চ নারী দিবস উপলক্ষে ‘উইমেন্স ডে স্পেশাল অফার’ (Women’s Day Special Offer) হিসেবে ৫৯৯ টাকা দামের এই পরিবর্তিত প্ল্যানটি পুনরায় রোলআউট করেছে। চলুন, বর্তমানে এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নাইট আনলিমিটেড ডেটা সহ BSNL-এর ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

বিএসএনএলের ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান (Work From Home Plan) নামে পরিচিত ৫৯৯ টাকার আলোচ্য প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীদের জন্য নাইট আনলিমিটেড এবং দুর্দান্ত ডেটা বেনিফিট উপলব্ধ রয়েছে। সংস্থার ৫৯৯ টাকার ডাব্লুএফএইচ (WFH) প্ল্যান মারফত গ্রাহকরা দিল্লি ও মুম্বাইয়ের এমটিএনএল (MTNL) রোমিং এলাকা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং ন্যাশনাল রোমিং, প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, রোজ ১০০ টি করে এসএমএস এবং রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট আনলিমিটেড ফ্রি ডেটা পেতে সক্ষম হবেন। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস। এছাড়া, প্ল্যানটির এক্সট্রা বেনিফিটের মধ্যে রয়েছে বিএসএনএল টিউনস (BSNL Tunes), জিং মিউজিক (Zing Music), অ্যাস্ট্রোসেল (Astrocell) এবং গেমঅন (Gameon) সার্ভিস। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, আলোচ্য প্ল্যান মারফত কোনো জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কনটেন্টের অ্যাক্সেস পাবেন না ব্যবহারকারীরা।

সবচেয়ে বড়ো কথা হল, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহৃত আনলিমিটেড ডেটা প্ল্যানটির দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার-ইউসেজ-পলিসি) ডেটা লিমিটকে কোনোভাবেই প্রভাবিত করবে না। অর্থাৎ সহজে বললে, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ইউজাররা যে পরিমাণ ডেটা খরচ করবেন, তা প্রতিদিনের বরাদ্দ ৩ জিবি ডেটার মধ্যে থেকে কাটা হবে না। উল্লেখ্য যে, মূলত এই সুবিধার জন্যই গোটা দেশজুড়ে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানির এই প্ল্যানটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

আবার, কোনো প্ল্যানের মেয়াদ চলাকালীন পুনরায় উক্ত প্ল্যানটি রিচার্জ করে ফেললেও কিন্তু ব্যবহারকারীদেরকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। সেক্ষেত্রে বিদ্যমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী প্ল্যানটি চালু হবে। অর্থাৎ, পূর্ববর্তী প্ল্যানটির মেয়াদ খোয়া যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু দুঃখের বিষয় হল, এখন এই প্ল্যান মারফত প্রতিদিন ৫ জিবির পরিবর্তে ৩ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন BSNL ইউজাররা। সেক্ষেত্রে এই পরিবর্তনের সুবাদে প্ল্যানটির জনপ্রিয়তা আগের তুলনায় কমে যাবে কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।