BSNL গ্রাহকদের জন্য খারাপ খবর, বন্ধ হয়ে যাচ্ছে সস্তা 329 টাকার রিচার্জ প্ল্যান

BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড হল ভারতের একমাত্র সরকারি টেলিকম অপারেটর। এই টেলকোটি ভারত ফাইবার গ্রাহকদের বিভিন্ন সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। তবে…

BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড হল ভারতের একমাত্র সরকারি টেলিকম অপারেটর। এই টেলকোটি ভারত ফাইবার গ্রাহকদের বিভিন্ন সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। তবে সম্প্রতি জানা গেছে যে, BSNL ভারত ফাইবারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যানটি সরিয়ে ফেলতে চলেছে, যার দাম ৩২৯ টাকা।

ভারতের তৃতীয় বৃহত্তম এই ফাইবার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাটি ঘোষণা করেছে যে, বিহার সার্কেলে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে এই প্ল্যানটি আর রিচার্জ করা যাবে না। তবে, এর সাথে আর অন্য কোনো প্ল্যান সরানো হবে কিনা তা এখনো পরিষ্কার করে বলা হয়নি। যদিও, মনে রাখতে হবে এই প্ল্যানটি প্রতিটি সার্কেল এখন উপলব্ধ নয়, এটি কেবলমাত্র সেইসব রাজ্যেই অফার করা হয় যেখানে গ্রামীণ জনসংখ্যা অনেক বেশি এবং কম খরচে সেখানে ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দেওয়া প্রয়োজন।

BSNL ভারত ফাইবারের ৩২৯ টাকার প্ল্যান

ভারত ফাইবার ৩২৯ টাকার প্ল্যান ব্যবহারকারীদের ২০ এমবিপিএস স্পিডে ১ টিবি অর্থাৎ ১,০০০ জিবি ডেটা দেয়। আর এই ডেটার কোটা শেষ হবার পর ইন্টারনেট স্পিড কমে ৪ এমবিপিএসে পৌঁছে যাবে।

এছাড়াও, এখানে আনলিমিটেড ভয়েস কলিং-এর সাথে বিনামূল্যে ফিক্সড লাইন ভয়েস কলিং কানেকশনও পাওয়া যাবে। তবে এর জন্য গ্রাহককে আলাদাভাবে ল্যান্ডলাইন ইন্সট্রুমেন্ট কিনতে হবে।