মোবাইলে গেম খেলতে ভালবাসেন? আপনার জন্য Asus আনছে Rog Phone 8 Ultimate

Asus Rog Phone 7 এবং Rog Phone 7 Ultimate গত এপ্রিল মাসে ভারতে এসেছিল। গেমিং স্মার্টফোন দু’টির উত্তরসূরি হিসাবে সংস্থা ইতিমধ্যেই Rog Phone 8 এবং Rog Phone 8 Ultimate-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি তাইওয়ানের কোম্পানিটি বছরের শেষবেলায় গ্লোবাল মার্কেটে Asus Rog Phone 7D সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে৷ যা ফ্ল্যাগশিপ Rog Phone 7 সিরিজের ডাউনগ্রেড ভ্যারিয়েন্ট৷ এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Rog Phone 8 Ultimate ফোনটিকে স্পট করা গেছে, যা এর কিছু বৈশিষ্ট্য সামনে এনেছে।

Asus Rog Phone 8 Ultimate-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

৯১মোবাইলস-এর রিপোর্ট অনুযায়ী, আসুস আরওজি ফোন ৮ আল্টিমেট ASUS_AI2401_A মডেল নম্বর সহ গিকবেঞ্চ (GeekBench) সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হবে এই ফোন। প্রসেসরটিতে ১ + ৫ + ২ সিপিইউ আর্কিটেকচার রয়েছে এবং বেস ফ্রিকোয়েন্সি হল ২.৯৬ গিগাহার্টজ। বেঞ্চমার্ক থেকে প্রাপ্ত তথ্যগুলি ইঙ্গিত করছে যে, আসুস আরওজি ফোন ৮ আল্টিমেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সঙ্গে আসবে।

প্রসঙ্গত, কোয়ালকম ২৪ অক্টোবর হাওয়াইতে তাদের বার্ষিক টেক সামিট ইভেন্টে চিপটির লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে। কোয়ালকমের এই ফ্ল্যাগশিপ প্রসেসর একটি কর্টেক্স-এক্স৪ কোর, পাঁচটি কর্টেক্স-এ৭২০ কোর, দুটি কর্টেক্স-এ৫২০ কোর দ্বারা গঠিত হবে। এটি অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, আসুস আরওজি ফোন ৮ আল্টিমেট সিঙ্গেল-কোর টেস্টে ২,২১৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৭,০৪৮ পয়েন্ট অর্জন করেছে। আসন্ন আরওজি ফোনের লিস্টিংটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। গ্লোবাল মার্কেটে ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম সহ লঞ্চ হতে পারে। তবে চীনা মডেলে উচ্চতর র‍্যাম ও স্টোরেজ মিলবে বলে অনুমান।

এছাড়াও, ৯১মোবাইলস উল্লেখ করেছে যে, রেগুলার Asus Rog Phone 8 পূর্বসূরিদের ধারা মেনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর নিয়ে আসবে। Asus Rog Phone 7 এবং Rog Phone 7 Ultimate-এ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আসন্ন Rog Phone 8 সিরিজ বিশ্ব বাজারে আগামী বছরের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি বর্তমানে অজানাই রয়েছে।