BSNL গ্রাহকদের জন্য খুশির খবর, বিনামূল্যে ব্যবহার করতে পারবেন 100mbps ইন্টারনেট স্পিড

BSNL এর বিশেষ অফারে FTTH ব্রডব্যান্ড ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট স্পিড বিনামূল্যে ১০০ এমবিপিএস পর্যন্ত আপগ্রেড করতে পারবেন

Bharat Sanchar Nigam Limited অর্থাৎ BSNL স্বাধীনতা দিবস উপলক্ষে “Bharat Fibre Amrit Utsav”-এর ঘোষণা করেছে। এই অফার সম্পর্কে BSNL জানিয়েছে যে, FTTH ব্রডব্যান্ড ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট স্পিড বিনামূল্যে ১০০ এমবিপিএস পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, তবে এই সুবিধাটি পাওয়া যাবে মাত্র ১০ দিনের জন্য।

কিভাবে BSNL-এর স্পিড আপগ্রেড অফারটি পাওয়া যাবে?

এই অফারটি শুরু হয়েছে ১৫ই আগস্ট ২০২৩ থেকে, আর এটি চলবে ১৫ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। আর এই সুবিধাটি পাওয়ার জন্য গ্রাহকদের কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • প্রথমে অ্যাপ স্টোর থেকে “My BSNL App” ডাউনলোড করতে হবে এবং অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  • তারপর ফাইবার টু দ্য হোম (FTTH) নম্বরটি দিয়ে লগইন করতে হবে।
  • এরপর ব্যবহারকারীদের স্পিড বুস্টার স্কিমের অধীনে যোগ্য নম্বরটি রেজিস্ট্রেশন করার জন্য বলা হবে‌।
  • রেজিস্টার মোবাইল নম্বরটি সঠিক কিনা তা যাচাইয়ের জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।
  • স্পিড বুস্টারের জন্য রেজিস্ট্রেশন সফল হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে এফটিটিএইচ কানেকশনের ইন্টারনেট স্পিড ১০০ এমবিপিএস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এই সুবিধাটি মাত্র দশ দিনের জন্য ভ্যালিড হবে।

যোগ্যতা ও শর্তাবলী

বিএসএনএল জানিয়েছে, যে সকল এফটিটিএইচ গ্রাহকরা ৪৪৯, ৪৯৯, ৫৯৯ অথবা ৬৬৬ টাকার ফিক্সড মান্থলি প্ল্যান রিচার্জ করেন এবং বর্তমানে তারা সক্রিয় অবস্থায় আছে তারাই একমাত্র এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, অফার চলাকালীন গ্রাহকের রিচার্জের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে এবং যথা সময়ে রিচার্জ না করালে অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, এই উদ্যোগের মাধ্যমে BSNL তার ব্যবহারকারীদের হাই স্পিড ইন্টারনেট কানেকশনের সুবিধা দিতে চায় এবং ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে চায়।