BSNL নম্বরের ব্যালেন্স, ভ্যালিডিটি, অ্যাক্টিভ প্যাক জানতে কত ডায়াল করবেন, দেখে নিন

প্রায়শই আমাদের জীবনে কোনো কাজ করার সঠিক পদ্ধতি না জানা থাকায় সেটিকে বেশ কঠিন বলে মনে হয়। এর একটি জলজ্যান্ত উদাহরণ –...
techgup 5 Sept 2022 4:31 PM IST

প্রায়শই আমাদের জীবনে কোনো কাজ করার সঠিক পদ্ধতি না জানা থাকায় সেটিকে বেশ কঠিন বলে মনে হয়। এর একটি জলজ্যান্ত উদাহরণ – যেকোনো টেলিকম কোম্পানির নম্বরের ডেটা, ব্যালেন্স এবং এসএমএসসহ নম্বরটির সাথে সম্পর্কিত অন্যান্য বেশ কয়েকটি তথ্যাদি চেক করা। আসলে বহু বছর ধরেই কমবেশি প্রায় সকলেই একইসাথে ফোনে দুটি সিম ব্যবহার করেন। আর সিম কানেকশনের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদেরকে Reliance Jio (রিলায়েন্স জিও), Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই), Airtel (এয়ারটেল) এবং BSNL (বিএসএনএল)-এর মধ্যে থেকে কোনো একটি কোম্পানির পরিষেবা বেছে নিতে হয়। ফলে অনেক ক্ষেত্রেই কোন টেলিকম অপারেটরের সিম ডিটেইলস কীভাবে চেক করতে হবে, তা মনে রাখা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তবে যদি আপনার কাছে যদি BSNL-এর কোনো সিম থাকে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে।

আসলে আজ আমরা যেকোনো বিএসএনএল নম্বরের ব‍্যালেন্স, এসএমএস, ডেটাসহ আরও বেশ কয়েকটি জিনিস চেক করার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। বলে রাখি, সিম সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে জানার জন্য কোম্পানির আলাদা আলাদা ইউএসএসডি (USSD) কোড আছে। এছাড়া, সংস্থার অফিসিয়াল অ্যাপের মাধ‍্যমেও এগুলি চেক করা যায়। সেক্ষেত্রে চলুন, আর দেরি না করে কোনো বিএসএনএল নম্বরের খুঁটিনাটি তথ্য জানার নিয়মাবলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

কীভাবে BSNL নম্বরের প্রিপেইড মেইন ব্যালেন্স চেক করবেন?

যেকোনো বিএসএনএল নম্বরের মেইন ব্যালেন্স চেক করার জন্য আপনাকে কেবল কলিং অ্যাপে (ফোনের ডায়াল প্যাডে) *১২৩# ডায়াল করতে হবে। এই ইউএসএসডি কোডটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আপনার ফোনের ব্যালেন্স জানিয়ে দেবে। এছাড়া, *১১২# ডায়াল করে স্ক্রিনে ফুটে ওঠা নির্দেশিকাগুলি ধাপে ধাপে অনুসরণ করেও আপনার বিএসএনএল নম্বরের প্রিপেইড মেইন ব্যালেন্স সম্পর্কে জেনে নিতে পারবেন। তদুপরি, ইউজাররা এসএমএস মারফতও তাদের বিএসএনএল নম্বরের ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য গ্রাহকদেরকে 'বিএএল' (BAL) লিখে ১২৩ নম্বরে সেন্ড করতে হবে। আবার কেউ চাইলে গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে কোম্পানির অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওটিপি ব্যবহার করে সেটিতে লগইন করতে পারেন। একবার লগইন করা হয়ে গেলেই এই অ্যাপটি থেকেও মেইন ব্যালেন্স অতি অনায়াসেই চেক করতে পারবেন।

MySmartPrice

BSNL নম্বরের ডেটা ব্যালেন্স জানতে কী করতে হবে?

এক্ষেত্রে ইউজাররা বিভিন্ন ইউএসএসডি কোড ব্যবহার করে নিজেদের বিএসএনএল নম্বরের ডেটা ব্যালেন্স চেক করতে পারেন –

▪️আপনি যদি ২জি (2G) বা ৩জি (3G) ডেটা চেক করতে চান, তাহলে ১২৩৬# অথবা ১২৩১০# ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারেন।

▪️এই মুহূর্তে খুব সীমিত সংখ্যক জায়গায় বিএসএনএলের ৪জি (4G) নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে এমন জায়গায় বসবাসকারী ইউজাররা কেবল *১২৪# ডায়াল করে নিজেদের ডেটা ব্যালেন্স চেক করতে পারেন।

▪️বিএসএনএল নেট ব্যালেন্স চেক করার জন্য ১২৪২# কোডটিও ব্যবহার করতে পারেন ইউজাররা।

▪️ডেটা ব্যালেন্স জানতে *১১২# কোডটিও ডায়াল করা যেতে পারে।

▪️আবার নাইট ডেটা ব্যালেন্স চেক করার জন্য ইউজারদের ১২৩৮# ডায়াল করতে হবে।

▪️এছাড়া বিএসএনএল অ্যাপ্লিকেশনে গিয়েও যেকোনো সময় নিজেদের নেট ব্যালেন্স চেক করতে পারবেন গ্রাহকরা।

কীভাবে BSNL প্রিপেইড সিমের ভ্যালিডিটি চেক করবেন?

প্রিপেইড সিমের ভ্যালিডিটি চেক করার জন্য ইউজারদেরকে ১২৩১# ডায়াল করতে হবে। এর ফলে গ্রাহকরা নিজেদের বিএসএনএল প্রিপেইড নম্বরের ভ্যালিডিটির পাশাপাশি মেইন ব্যালেন্সও দেখতে পাবেন। তাছাড়া অ্যাপ ব্যবহার করেও এই কাজটি খুব সহজেই করতে পারেন ইউজাররা।

BSNL নম্বরের এসএমএস প্যাক ব্যালেন্স কীভাবে জানা যাবে?

ইউজাররা যদি ইউএসএসডি কোড ব্যবহার করে নিজেদের বিএসএনএল নম্বরের এসএমএস প্যাক ব্যালেন্স চেক করতে চান, তাহলে তাদেরকে নীচে উল্লিখিত কোডগুলি ডায়াল করতে হবে –

১২৩১# , ১২৩৫# , ১২৫# , *১২৩২#

কীভাবে BSNL অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান চেক করবেন?

ব্যবহারকারীরা নিজেদের বিএসএনএল নম্বরে অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান সম্পর্কে বিশদে জানার জন্য নীচে উল্লিখিত ইউএসএসডি কোডগুলি ডায়াল করতে পারেন –

১০২# , *১২৪৮# , ১২৪৫#

Show Full Article
Next Story