বিক্রি হয়ে যাচ্ছে BSNL! আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার সিম?

সরকারি টেলিকম সংস্থা BSNL যে ঘুরে দাঁড়াতে বেশ জবরদস্ত্ প্রস্তুতি নিচ্ছে, সে কথা বারংবারই টেলিকম সেক্টর সংক্রান্ত খবরে ঘুরেফিরে আসছে। আসন্ন বছরে তারা বহু প্রতীক্ষিত 4G নেটওয়ার্ক চালু করবে – এমন ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এমনকি বলা হচ্ছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL, 4G সার্ভিসের প্রায় সাথে সাথেই নতুন 5G পরিষেবাও নিয়ে আসবে। কিন্তু এর মাঝে সম্প্রতি যে খবরটি সামনে এসেছে, তার থেকে বহু BSNL গ্রাহকই চিন্তায় পড়বেন! আসলে এখন কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটি এবার বিক্রির মুখে। সোজা কথায় বললে, বছরের পর বছর ধরে তেমন ব্যবসায়িক সাফল্য না পাওয়ার পর BSNL নাকি বিক্রি হতে চলেছে। ইতিমধ্যে এই সংস্থার কিছু সিমের পরিষেবা বন্ধ রয়েছে বলেও শোনা যাচ্ছে। শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে BSNL সিম ব্লক হয়ে যাবে – এমন বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এমন আকস্মিক সিদ্ধান্তের কী কারণ বা এই খবরের সত্যতা কতটা? চলুন, এই পুরো বিষয়টি জেনে নিই।

২৪ ঘন্টায় বন্ধ হবে BSNL সিম; আপনিও বিভ্রান্ত নন তো?

সোশ্যাল মিডিয়ায় আজকাল যে খবরগুলি ভাইরাল তার মধ্যে অন্যতম হল – ২৪ ঘন্টার মধ্যে বিএসএনএল কোম্পানির সিম বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই (TRAI)-এর নামে বলা হচ্ছে যে, গ্রাহকরা যদি কেওয়াইসি আপডেট না করেন তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের সিম ব্লক করা হবে। কিন্তু আসলে এই ঘটনা একদমই সত্য নয়! এটি একটি প্রতারণার ফাঁদ।

পিটিআই (PTI) দাবি করেছে যে, কেওয়াইসি আপডেটের নামে এই যে খবর ছড়ানো হচ্ছে সম্পূর্ণ ভুয়ো। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিএসএনএলের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে সংস্থা তার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের বিবরণ শেয়ার না করতে পরামর্শ দিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এটি জালিয়াতির একটি ফাঁদ যার মাধ্যমে হ্যাকাররা জনসাধারণের ব্যক্তিগত তথ্য চুরি করে তা ব্যাঙ্ক জালিয়াতির মতো ঘটনায় ব্যবহার করা যেতে পারে। তাই এ ধরনের কোনো প্রচারে বিভ্রান্ত হবেননা!