লকডাউনের সময়ে BSNL, জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া কি অফার দিল জেনে নিন

করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন। এইসময় গ্রাহকদের সাহায্য করতে এগিয়ে এল টেলিকম কোম্পানিগুলি। BSNL, Vodafone-Idea, Airtel ও Jio তাদের প্রিপেড গ্রাহকদের জন্য এইসময় বিভিন্ন অফার এনেছে। যেখানে ভ্যালিডিটি বৃদ্ধি সহ টকটাইম বা ফ্রি মিনিট পাওয়া যাবে। আসুন দেখে নিই এই দুঃসময়ে বিএসএনএল, জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া তাদের গ্রাহকদের কি সুবিধা দিচ্ছে।

BSNL অফার :

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, BSNL প্রিপেড গ্রাহকদের ২০ এপ্রিল পর্যন্ত রিচার্জ ছাড়াও সিম চালু থাকবে। শুধু তাই নয়, বিএসএনএল গ্রাহকদের ১০ টাকা ব্যালান্স দেওয়া হবে। এই ব্যালেন্স গ্রাহকরা কল বা এসএমএস পাঠিয়ে খরচ করতে পারে।

Vodafone-Idea অফার :

ভোডাফোন-আইডিয়া জানিয়েছে যে তারা সমস্ত প্রিপেড প্ল্যানের বৈধতা ১৭ এপ্রিল ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধা পাবে কোম্পানির লাখ লাখ ফিচার ফোন ব্যবহারকারী। এর ফলে রিচার্জ না করলেও গ্রাহকরা ইনকামিং কলের সুবিধা ভোগ করবে। এছাড়াও ১০ কোটি ফিচার ফোন ব্যবহারকারীর অ্যাকাউন্টে ১০ টাকা টকটাইম দেওয়া হবে। যা কল ও এসএমএস এর জন্য ব্যবহার করতে পারবে গ্রাহকরা। 

Jio অফার :

লকডাউনের সময় রিলায়েন্স জিও ও তাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফার কোম্পানি জিও ফোন গ্রাহকদের জন্য এনেছে। এই অফারে JioPhone গ্রাহকরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ১০০ মিনিট কল করার জন্য এবং ১০০ এসএমএস পাবে। এছাড়াও জিওফোন গ্রাহকরা রিচার্জের ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও ১৭ এপ্রিল পর্যন্ত ইনকামিং কলের সুবিধা পাবে।

Airtel অফার :

তাদের গ্রাহকদের জন্য ১০ টাকা টকটাইম দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয়, কোম্পানি তাদের গ্রাহকদের নম্বরের ভ্যালিডিটি ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন এয়ারটেল সেই ৮ কোটি গ্রাহকদের এই সুবিধা দিয়েছে, যারা খুব কম রিচার্জ করে বা যারা সবসময় ভ্যালিডিটি বাড়ানোর জন্য রিচার্জ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *