Apache RR 310 থেকে Jupiter 110, আকর্ষণীয় অফারে কিনে নিন TVS-র বাইক ও স্কুটার

ভারতে উৎসবের মরশুম আরো কিছুদিন রয়েছে। সামনেই দিওয়ালি। তার আগে নিজেদের কয়েকটি টু হুইলারের উপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা করলো টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। ক্রেতারা সংস্থার বাইক বা স্কুটার কেনার সময় স্পেশাল ডিস্কাউন্ট, ক্যাশব্যাক, ইএমআই সহ আরো অন্যান্য সুবিধা পাবেন। আসুন দিওয়ালি অফারে TVS-র কোন টু হুইলারে কী অফার রয়েছে জেনে নেওয়া যাক।

Apache RR 310

সংস্থার অন্যতম জনপ্রিয় বাইক অ্যাপাচি আরআর ৩১০ (Apache RR 310) অফারের সাথে কেনা যাবে। ৭.৭% লো-ইন্টারেস্ট রেট, লো-ইএমআই যা ৫,০০০ টাকা থেকে শুরু হবে, প্রি-অ্যাপ্রুভড লোন, ৫% ক্যাশব্যাক, ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের মতো সুবিধা মিলবে। উল্লেখ্য, বাইকটির এক্স-শোরুম প্রাইস ২,৫৯,৯০০ টাকা থেকে শুরু।

Raider

নতুন প্রজন্মের কথা মাথায় রেখে রাইডার (Raider) মোটরসাইকেলটি নির্মাণ করা হয়েছে। এই বাইকটি কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশনে নো-কস্ট ইএমআই (no-cost EMI)-এর সুবিধা দিচ্ছে টিভিএস (TVS)। এই অফারে চারটি রঙের বিকল্পে বাইকটি বেছে নেওয়া যাবে। যেগুলি হল – স্ট্রাইকিং রেড, ব্লেজিং ব্লু, উইক্ড ব্ল্যাক এবং ফিয়েরি ইয়েলো। মডেলটির দাম শুরু হয়েছে ৭৭,৭০০ টাকা (এক্স-শোরুম) থেকে।

NTorq 125

সংস্থার ১২৫ সিসি স্কুটারটি বাজারে আসার পর এর বিক্রির সংখ্যা বেশ ভালই। পুজোর এই মরসুমে এটি কিনলে ১৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। যার মধ্যে রয়েছে ৬.৯৯% এর লো-ইন্টারেস্ট রেট, ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা আরবিএল ক্রেডিট কার্ডের ইএমআই-তে ৫% ক্যাশব্যাক, রোড প্রাইসের উপর ১০০% পর্যন্ত ফান্ডিং, ২,১০০ টাকার মাসিক ইএমআই, এবং ৪৮ মাস পর্যন্ত লোন শোধ দেওয়ার সময়সীমা। টিভিএস এনটর্ক ১২৫ এর দাম ৭৩,৩৭০ টাকা (এক্স-শোরুম)।

Jupiter 110

সংস্থার অপর একটি জনপ্রিয় স্কুটার হল জুপিটার ১১০। অন্যান্য দু’চাকার গাড়ির মত এতেও রয়েছে ছাড়। ফেস্টিভ অফারে ৯,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে এতে। নো-কস্ট ইএমআই, জিরো পিএফ, ৬.৯৯% এর লো-ইন্টারেস্ট রেট, আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে ৫% বা ৫,০০০ টাকার ক্যাশব্যাক। Jupiter 110-এর এক্স-শোরুম প্রাইস ৬৫,৬৭৩ টাকা।

Pep+

টিভিএস এর এন্ট্রি-লেভেল স্কুটার এটি। উৎসবের মরসুমে এই পেপ প্লাস (Pep +) স্কুটারটির উপরও দেওয়া হচ্ছে ছাড়। নো-কস্ট ইএমআই, আইসিআইসিআই ডেবিট এবং ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনে ৫,০০০ টাকার ক্যাশব্যাকের সুবিধা মিলবে। মাত্র ৮,৯৯৯ টাকার লো ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যাওয়া যাবে স্কুটারটি। এর দাম ৫৭,৯৫৯ টাকা (এক্স-শোরুম)।