Himalayan 452 লঞ্চের আগেই KTM-এর জবাব, আনল নতুন 390 Adventure বাইক

নতুন প্রজন্মের Duke 125, Duke 250 ও Duke 390 লঞ্চের পর এবার 390 Adventure-এর নতুন সংস্করণ উন্মোচন করল কেটিএম (KTM)। আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করা অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির নয়া মডেলে পরিবর্তন বলতে আকর্ষণীয় কালার অপশনের অর্ন্তভুক্তি। চলুন বাইকটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

2024 KTM 390 Adventure উন্মোচিত হল

Duke সিরিজের বাইকে সম্প্রতি যে সব দুর্ধর্ষ আপডেট দিয়েছিল কেটিএম (KTM), তারপর থেকে অনুরাগীদের মনে প্রত্যাশা জাগতে শুরু করেছিল যে, অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রেও তেমন কিছু দেখা যেতে পারে। নতুন Duke 125, Duke 250 ও Duke 390 ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। যান্ত্রিক ও ফিচার্সের নিরিখে প্রতিটি মডেলেই প্রচুর অদলবদল দেখা গিয়েছিল। কিন্তু 390 Adventure-এর যে মডেলটি এনেছে কেটিএম, তাতে নতুন কালার ছাড়া উল্লেখযোগ্য কোন আপডেট নেই।

2024 KTM 390 Adventure দুটি কালার অপশনে এসেছে – অ্যাডভেঞ্চার হোয়াইট ও অ্যাডভেঞ্চার অরেঞ্জ। উভয় মডেলেই অরেঞ্জ কালারের ফ্রেম বর্তমান। এর সাথে ক্রেতারা নিজের পছন্দমত হোয়াইট অথবা গ্রে রঙের বিকল্পে বেছে নিতে পারবেন। মজার বিষয় হল বাইকটির অ্যালয় হুইল মডেলেই শুধু নতুন রঙের আপডেট দেওয়া হয়েছে। কেটিএম বলেছে অদূর ভবিষ্যতে তারা বাইকটির অধিক অফ-রোড ভার্সন লঞ্চ করবে। এটি রেডি টু রেস র‍্যালি থেকে অনুপ্রাণিত হয়ে আসবে এবং হেভি-ডিউটি স্পোক হুইল দেওয়া হবে।

2024-KTM-390-Adventure

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার-এর ২০২৪ মডেলটিতে আগের মতোই লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৩ হর্সপাওয়ার এবং ৭,৫০০ আরপিএম গতিতে ৩৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে রয়েছে কুইক শিফ্টার এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ সমেত ৬-গতির গিয়ারবক্স। হার্ডওয়্যার হিসেবে এতে উপস্থিত WP-Apex-এর আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ৩২০ মিমি ও পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

বিশেষ ফিচার্স হিসেবে KTM 390 Adventure-এ দেওয়া হয়েছে 3D IMU সহ মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফ্টার প্লাস, লিন অ্যাঙ্গেল সেন্সিটিভ কর্নারিং এবিএস, রাইডিং মোড (স্ট্রিট ও অফরোড), অফরোড এবিএস, রাইড বাই ওয়্যার, এলইডি হেড ল্যাম্প এবং ৫ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে। ভারতের বাজারে বাইকটির সঙ্গে আপকামিং Royal Enfield Himalayan 452-এর প্রতিযোগিতা চলবে।