সেকেন্ডে সিনেমা ডাউনলোড হবে, Jio 5G Speed Test -র ভিডিও সামনে আসতেই হইচই পড়ে গেল

এদেশে খুব শীঘ্রই এক নতুন ডিজিটাল বিপ্লবের সূচনা হতে চলেছে, কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১ অক্টোবর নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে ভারতে 5G পরিষেবা চালু করেছেন। বছরের প্রায় শেষ প্রান্তে এসে আপামর দেশবাসীর জন্য এটা যে এক দারুণ সুসংবাদ, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। তবে উক্ত ইভেন্টটিতে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে 5G সার্ভিস লঞ্চ করা হয়েছে, যার অর্থ হল এখনই এই ‘রকেটের’ গতির নেট পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন না ইউজাররা।

উল্লেখ্য যে, Airtel এবং Reliance Jio সহ অন্যান্য টেলিকম অপারেটররা উক্ত ইভেন্টটিতে উপস্থিত থাকার পাশাপাশি তাদের নিজস্ব 5G পরিষেবার ওপর আলোকপাত করেছে। একথা সকলেই জানেন যে, ২০১৬ সালে 4G নেটওয়ার্ক এনে মুকেশ আম্বানির মালিকানাধীন Jio সারা দেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। তাই এবার সংস্থাটি সমস্ত দেশবাসীকে কতটা দ্রুত 5G স্পিড অফার করবে, তা জানার জন্য খুব স্বাভাবিকভাবেই সকলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আর ইউজারদের কৌতূহল মেটাতে সম্প্রতি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২ ইভেন্টে নিজেদের 5G পরিষেবার দুরন্ত গতির এক ঝলক দেখালো Jio।

Jio-র দুরন্ত 5G স্পিড টেস্ট দেখে হতবাক দর্শকরা

আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২ ইভেন্টে রিলায়েন্স জিও সি (C)-ব্যান্ডে তার ৫জি নেটওয়ার্কের স্পিড টেস্ট করেছে। কোম্পানির যে কর্মী এই টেস্টটি করেছেন, তিনি অতি আনন্দের সঙ্গে জানিয়েছেন যে, জিও-র সি-ব্যান্ড নেটওয়ার্ক প্রতিবার ১.৪ জিবিপিএস থেকে ১.৭ জিবিপিএসের মধ্যে স্পিড প্রদান করতে সক্ষম হয়েছে! একথা শুনে আপনাদের খানিকটা অবাক লাগলেও নীচের ভিডিওটি দেখলে জিও-র কর্মীর বক্তব্যটি যে প্রকৃতপক্ষেই ১০০% সত্যি, তা আপনারা অতি অনায়াসে বুঝতে পারবেন –

mmWave ব্যান্ডের ক্ষেত্রেও মিলেছে দুর্দান্ত সাফল্য

এতক্ষণ পর্যন্ত আমরা যে চাঞ্চল্যকর ঘটনার কথা বললাম, সে তো কেবল প্রথম স্তর মাত্র! এখনও আপনাদেরকে আরও অনেক কথা বলা বাকি আছে। প্রথম পর্যায়ে তো জিও তার সি-ব্যান্ডকে কাজে লাগিয়ে এই টেস্ট করেছিল, তবে এর পরবর্তী স্তরে ৫জি টেস্টের জন্য জিও ব্যবহার করেছিল এমএমওয়েভ (mmWave) ব্যান্ড। সেক্ষেত্রে দেখা গেছে যে, এসএ (স্ট্যান্ডঅ্যালোন অর্থাৎ স্বতন্ত্র) এমএমওয়েভ ব্যান্ডে (২৬ গিগাহার্টজ, ৪ x ১০০ মেগাহার্টজ), জিও ৫জি এয়ারফাইবার (Jio 5G AirFiber) নেটওয়ার্ক ২.৪ জিবিপিএস স্পিড দিতে সক্ষম হয়েছে, এবং এক্ষেত্রে সংস্থার তরফে সর্বোচ্চ ২.৬ জিবিপিএস ডাউনলোড স্পিড প্রত্যক্ষ করা গেছে। তবে এক্ষেত্রে বলে রাখি যে, এমএমওয়েভ ব্যান্ডের ক্ষেত্রে জিও কোনো লাইভ স্পিড টেস্ট প্রদর্শন করেনি। এর পরীক্ষামূলক প্রমাণ হিসেবে কোম্পানিটি কেবলমাত্র একটি ছবি জনসমক্ষে এনেছে, যেটি আমরা নীচে আপনাদের সাথে শেয়ার করলাম –

Jio 5G speed test live

আসন্ন দিওয়ালির আগেই ভারতের নির্বাচিত শহরের বাসিন্দাদের হাতের মুঠোয় আসবে Jio-র দুর্বার গতির 5G সার্ভিস

এতক্ষণ পর্যন্ত যা বললাম, তা পড়ে নিশ্চয়ই সকলেই আশা করছেন যে জিও সত্যি সত্যিই আপামর দেশবাসীকে ‘রকেটের’ গতির ইন্টারনেট স্পিড দিতে সক্ষম হবে। প্রসঙ্গত বলে রাখি, জিও মাসখানেক আগেই ঘোষণা করেছিল যে, আগামী দিওয়ালির আগেই ভারতের নির্বাচিত শহরের ব্যবহারকারীরা পেয়ে যাবেন সংস্থার ৫জি সার্ভিস। তদুপরি, গত আগস্টের শেষের দিকে আয়োজিত আরআইএল এজিএম (RIL AGM)-এ সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি সকল দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জিও-র ৫জি প্ল্যানগুলি বিশ্বের অন্যান্য যে-কোনো টেলিকম কোম্পানির তুলনায় সস্তা হবে। সেইসাথে তিনি আরও বলেছিলেন যে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত শহর এবং গ্রামে পৌঁছে যাবে কোম্পানির ৫জি পরিষেবা।

সবচেয়ে ব্যয়বহুল স্পেকট্রামকে হাতিয়ার করে Jio হতে পারে দেশের সেরা 5G সার্ভিস প্রদানকারী বেসরকারি টেলিকম কোম্পানি

উল্লেখ্য যে, গত জুলাইয়ের শেষে আয়োজিত 5G স্পেকট্রামের নিলামপর্বে Jio সবমিলিয়ে ২৪,৭৪০ মেগাহার্টজের 5G এয়ারওয়েভ নিজেদের দখলে রেখেছিল। এর মধ্যে সর্বাধিক ব্যয়বহুল ৭০০ মেগাহার্টজের এয়ারওয়েভ ক্রয়ের দিকেই দেশের সর্বপ্রধান টেলিকম অপারেটরটি সবচেয়ে বেশি জোর দিয়েছিল। অন্যদিকে, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবং এয়ারটেল (Airtel) উভয়ের কেউই এই শক্তিশালী স্পেকট্রামকে করায়ত্ত করতে পারেনি। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে, অন্য দুই বেসরকারি টেলিকম কোম্পানির চেয়ে Jio নিশ্চিতভাবে ইউজারদেরকে অধিক উন্নত মানের 5G পরিষেবা দিতে পারবে। এবং সেইসাথে সংস্থাটি আগের তুলনায় (4G) ১০ গুণ দ্রুত গতির পরিষেবা প্রদানেও সক্ষম হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এখন বাস্তবে সেটা আদৌ ঘটবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।